নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৮ জন ইউএনওর গাড়ি চালকের চাকরি স্থায়ীকরণে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সরকারি যানবাহন অধিদপ্তরের করা লিভ টু আপিল আজ মঙ্গলবার খারিজ করে দেন বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ। এতে তাঁদের চাকরি স্থায়ী করতে আর কোনো বাধা রইল না।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম ও মোহাম্মদ আলী জিন্নাহ। সঙ্গে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান।
আইনজীবী আব্দুস সাত্তার বলেন, দীর্ঘদিন ধরে মাস্টার রোলে কর্মরত ২৮টি উপজেলায় ইউএনও অফিসের গাড়ি চালকের চাকরি স্থায়ী করার জন্য ২০১৭ সালে রিট করা করেছিলেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইউএনওর গাড়িচালক সোহেলসহ ২৮ জন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ৩ অক্টোবর হাইকোর্ট তাঁদের চাকরি স্থায়ীকরণের জন্য ৩০ দিনের সময় বেঁধে দিয়ে আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে ২০২১ সালে সরকারি যানবাহন অধিদপ্তরের পক্ষ থেকে লিভ টু আপিল করা হয়।
তিনি বলেন, অন্যদিকে রায় কার্যকর না করার কারণে হাইকোর্ট পরিবহন পুল কমিশনারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিলেন। সেই সঙ্গে ৩৬৬ জন নতুন গাড়িচালকের নিয়োগ স্থগিত করে দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে সরকারি যানবাহন অধিদপ্তর।
আব্দুস সাত্তার বলেন, দুটি লিভ টু আপিল একসঙ্গে শুনানি শেষে আজ তা খারিজ করে দেন আপিল বিভাগ। এতে হাইকোর্টের দেওয়া চাকরি স্থায়ীকরণের রায় বহাল থাকল। ফলে সরকারি যানবাহন অধিদপ্তরের এখন তাঁদের চাকরি স্থায়ী করতে আর কোনো বাধা থাকল না।
২৮ জন ইউএনওর গাড়ি চালকের চাকরি স্থায়ীকরণে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সরকারি যানবাহন অধিদপ্তরের করা লিভ টু আপিল আজ মঙ্গলবার খারিজ করে দেন বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ। এতে তাঁদের চাকরি স্থায়ী করতে আর কোনো বাধা রইল না।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম ও মোহাম্মদ আলী জিন্নাহ। সঙ্গে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান।
আইনজীবী আব্দুস সাত্তার বলেন, দীর্ঘদিন ধরে মাস্টার রোলে কর্মরত ২৮টি উপজেলায় ইউএনও অফিসের গাড়ি চালকের চাকরি স্থায়ী করার জন্য ২০১৭ সালে রিট করা করেছিলেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইউএনওর গাড়িচালক সোহেলসহ ২৮ জন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ৩ অক্টোবর হাইকোর্ট তাঁদের চাকরি স্থায়ীকরণের জন্য ৩০ দিনের সময় বেঁধে দিয়ে আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে ২০২১ সালে সরকারি যানবাহন অধিদপ্তরের পক্ষ থেকে লিভ টু আপিল করা হয়।
তিনি বলেন, অন্যদিকে রায় কার্যকর না করার কারণে হাইকোর্ট পরিবহন পুল কমিশনারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিলেন। সেই সঙ্গে ৩৬৬ জন নতুন গাড়িচালকের নিয়োগ স্থগিত করে দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে সরকারি যানবাহন অধিদপ্তর।
আব্দুস সাত্তার বলেন, দুটি লিভ টু আপিল একসঙ্গে শুনানি শেষে আজ তা খারিজ করে দেন আপিল বিভাগ। এতে হাইকোর্টের দেওয়া চাকরি স্থায়ীকরণের রায় বহাল থাকল। ফলে সরকারি যানবাহন অধিদপ্তরের এখন তাঁদের চাকরি স্থায়ী করতে আর কোনো বাধা থাকল না।
এবারে ঈদযাত্রায় ভোগান্তির কারণ হতে পারে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ ও নরসিংদীর ১৩ পয়েন্ট। প্রতিবছর ঈদযাত্রায় এসব পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়তে হয় ঘরমুখো মানুষদের। এবারও সেই আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহনচালকেরা। তবে হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে অতিরিক্ত জনবল নিয়োগ, অবৈ
৩ ঘণ্টা আগেশেখ হাসিনার পতন ঘটানো জুলাই আন্দোলনের শুরুটা হয়েছিল দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে। এই আন্দোলনে প্রথম হামলা ও নিপীড়নের শুরুটাও হয় বিশ্ববিদ্যালয়ে। আন্দোলনকারীদের ওপর এসব হামলায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। পাশাপাশি হামলায় উসকানি দেওয়া শিক্ষকেরাও শাস্তি পেতে যাচ্
৫ ঘণ্টা আগেনারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক ‘তড়িঘড়ি করে’ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি গতকাল মঙ্গলবার নিজের সংগঠন নারীপক্ষ বাংলাদেশের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ উদ্বেগ জানান...
৭ ঘণ্টা আগেবাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশে দেশে ফ্যাসিস্ট, সাম্প্রদায়িক তৎপরতা, শিক্ষার্থী নিপীড়ন ও সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতাহানি হচ্ছে উল্লেখ করে প্রতিরোধের লক্ষ্যে দক্ষিণ এশিয়াব্যাপী ঐক্যবদ্ধ লড়াই এবং জনমৈত্রী গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ১১৭ জন নাগরিক। আজ মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিবৃতি
৭ ঘণ্টা আগে