Ajker Patrika

ফেনীতে স্বর্ণ ডাকাতির অভিযোগে ডিবির ওসিসহ ৬ কর্মকর্তা গ্রেপ্তার

প্রতিনিধি, ফেনী
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৭
ফেনীতে স্বর্ণ ডাকাতির অভিযোগে ডিবির ওসিসহ ৬ কর্মকর্তা গ্রেপ্তার

ফেনীতে স্বর্ণ ডাকাতির অভিযোগে ডিবির ওসি সাইফুল ইসলামসহ পুলিশের ৬ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাত ১টার দিকে ফেনী মডেল থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, গত ৮ আগস্ট রোববার রাতে গোপাল কান্তি দাস নামে এক স্বর্ণ ব্যবসায়ী স্বর্ণ নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর অংশে ডিবি পুলিশের একটি দল তাঁর গতিরোধ করে। তাঁরা গোপাল কান্তি দাসকে আটক করে ২০টি স্বর্ণের বার নিয়ে নেয়। একপর্যায়ে স্বর্ণ সহ ব্যবসায়ী গোপাল কান্তি দাসকে জিম্মি করে। পরে ডিবি পুলিশের ওই দলটি স্বর্ণের বারগুলো আত্মসাৎ করে ব্যবসায়ী গোপাল কান্তি দাসকে ছেড়ে দেয়। 

এই ঘটনার মঙ্গলবার রাতে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করেন গোপাল কান্তি দাস। এর প্রেক্ষিতে পুলিশের একটি দল ডিবির ওসিসহ ৩ জন এসআই ও ২ এএসআইকে আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে মোট ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

আটকৃতরা হলেন ফেনী গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সাইফুল ইসলাম এবং এসআই মোতাহার হোসেন, মিজানুর রহমান, নুরুল হক, এএসআই অভিজিৎ বড়ুয়া, মাসুদ রানা। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা হয়েছে। বুধবার সকালে আসামিদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নুরুন্নবী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত