Ajker Patrika

ডিবি পরিচয়ে মামা-ভাগনেকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

ডিবি পরিচয়ে চট্টগ্রামে মামা-ভাগনেকে অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার ও চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেন।

এর আগে রোববার নগরীর টেক্সটাইল মোড় থেকে ডিবি পরিচয়ে তাঁদের তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।

অপহৃত ব্যক্তিরা হলেন নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকার বাসিন্দা ফয়েজ উদ্দিন (২৫) ও তাঁর ভাগনে রবিউল ইমতিয়াজ উদ্দিন সায়েদ (১৮)। অপর দিকে গ্রেপ্তার দুজন হলেন মো. ইসলাম সিদ্দিকী (৩০) ও মো. রাসেল (৩০)।

মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. রইছ উদ্দিন বলেন, গত রোববার রাত আনুমানিক ৯টায় বায়েজিদ থানার বাংলাবাজার এলাকার বাসিন্দা ফয়েজ উদ্দিন ও তাঁর ভাগনে রবিউল ইমতিয়াজ উদ্দিন সায়েদ জরুরি কাগজপত্র ফটোকপির জন্য মোটরসাইকেলে বাসা থেকে বের হন। এ সময় টেক্সটাইল মোড়ে দু-তিনটি মোটরসাইকেলে আসা অপহরণকারীরা নিজেদের ডিবি পরিচয়ে তাঁদের জোরপূর্বক তুলে নিয়ে যায়।

ওই দিন রাত সাড়ে ১১টায় মোবাইল ফোনে তাঁদের অক্ষত অবস্থায় পাওয়ার জন্য ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় ফোনের ওই পাশ থেকে অপহৃত ব্যক্তিদের মারধর করে কান্নার আওয়াজ শোনায় অপহরণকারীরা।

মো. রইছ উদ্দিন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার পুলিশের দ্বারস্থ হলে সোমবার সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ইসলাম সিদ্দিকীকে নগরীর অক্সিজেন মোড় থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে নিয়ে অভিযান চালিয়ে বায়েজিদ থানার ড্রিমল্যান্ড আবাসিক-২ এলাকার একটি পরিত্যক্ত ফ্রিজের ওয়ার্কশপ থেকে রাসেল নামের আরও একজনকে গ্রেপ্তারের পাশাপাশি সেখান থেকে অপহৃত ব্যক্তিদের উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের তিন-চারজন পালিয়ে যেতে সক্ষম হয়।

মো. রইছ উদ্দিন আরও বলেন, এ ঘটনায় বায়েজিদ থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত