কুতুবদিয়ায় ঘরে ঢুকে মা ও মেয়েকে গলা কেটে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১১: ১৬

কক্সবাজারের কুতুবদিয়ায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মা ও মেয়ে হলেন, ওই এলাকার নুরুল আবছার সওদাগরের স্ত্রী রুনা আকতার (৩৫) ও জারিয়া আকতার (৫)।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি আরমান হোসেন বলেন, শুক্রবার দুপুরে বাড়ির গৃহকর্তা স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। তিনি নামাজ শেষে বাড়ি ফিরে কারও সাড়া না পেয়ে রান্না ঘরে খুঁজতে যান। এ সময় রান্না ঘরের মেঝেতে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ওসি আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে ঘটনাটি জেনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, জুমার নামাজের সময় দুর্বত্তরা মা ও মেয়েকে গলা কেটে হত্যা করে পালিয়েছে।

কি কারণে এ খুনের ঘটনা ঘটনা ঘটেছে এখনও নিশ্চিত নয় জানিয়ে ওসি বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত