নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
গত সোমবার ঢাকার উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উড়ালসড়কের গার্ডার চাপায় প্রাইভেটকারের পাঁচ আরোহীর নিহত হওয়ার পর নতুন করে সামনে এসেছে বহদ্দারহাট ট্র্যাজেডি। দেশে প্রথমবার উড়ালসড়কের গার্ডার পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছিল ১০ বছর আগে, চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে। ২০১২ সালের ২৪ নভেম্বরের সেই দুর্ঘটনা কেড়ে নিয়েছিল ১৩ প্রাণ। বহু মানুষ হয়েছিলেন পঙ্গু।
সেদিনের নিহতদের স্বজনেরা বলছেন, জবাবদিহিতা এবং দায়বদ্ধতার অভাবেই বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে। বহদ্দারহাটের ঘটনায় জড়িতদের যদি বিচারের মুখোমুখি করা হতো, তাহলে অন্য নির্মাণকারী প্রতিষ্ঠান আর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সতর্ক হতো।
ওই দুর্ঘটনায় নিহতদের একজন ছিলেন মোহাম্মদ সাজ্জাদ। ঘটনার এক দশকেও সাজ্জাদের বাবা-মা পাননি ছেলে হারানোর বিচার। এখন তাই বিচারের আশা ছেড়েই দিয়েছেন তাঁরা।
সাজ্জাদের বাবা আবদুস সোবহান বলেন, ‘বিচার চেয়ে কি হবে, ছেলেকে তো আর ফিরে পাব না।’
সাজ্জাদের ছোট ভাই সাকিব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘তখন আমার ভাই ছিলেন পরিবারের আয়ের অন্যতম উৎস। দিনভর কাঠের আসবাবপত্রের নকশার কাজ করে আমাদের মুখে দু বেলা খাবার তুলে দিতেন তিনি। সেই ভাইটাকেই নির্মমভাবে হারাতে হয়। পুরো শরীরটাও পাইনি ভাইয়ের। এটাতো হত্যাই। সেদিন আমার ভাইসহ যাদের হত্যা করা হয়েছিল তার বিচার হলে অন্য কাউকে গার্ডারের নিচে পড়ে মরতে হতো না। কেননা বিচার হলে সবাই সতর্ক হয়ে যেত। কাজ করার সময় নিরাপত্তা ব্যবস্থা নিত, অবহেলা করত না। আমার ভাইকেতো আর পাব না। বিচারও হয়তো হবে না। তবে সরকারের কাছে নিবেদন থাকবে–উত্তরার ঘটনায় দায়ীদের যেন কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়।’
উল্লেখ্য, বহদ্দারহাট ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙে পড়ে ১৩ জন নিহত হওয়ার ঘটনার দুদিন পর চান্দগাঁও থানার তৎকালীন উপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা করেন। মামলায় ওই সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী, নির্মাণকাজে জড়িত মীর আক্তার অ্যান্ড পারিশা ট্রেড সিস্টেমসের (যৌথ মালিকানা) কর্মকর্তাসহ মোট ২৫ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম। শুধু ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দায়ী করায় তখন অভিযোগপত্র নিয়ে প্রশ্ন উঠে। এই মামলায় ২৭ জনকে সাক্ষী করা হয়। বর্তমানে মামলাটি চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালতে বিচারাধীন আছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অনুপম চক্রবর্তী জানিয়েছেন, মহানগর দায়রা জজ আদালত থেকে ২০২০ সালে মামলাটি চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এসেছে। এখন পর্যন্ত আদালতে ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। গত রোববারও আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ছিল। তবে সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি।
গত সোমবার ঢাকার উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উড়ালসড়কের গার্ডার চাপায় প্রাইভেটকারের পাঁচ আরোহীর নিহত হওয়ার পর নতুন করে সামনে এসেছে বহদ্দারহাট ট্র্যাজেডি। দেশে প্রথমবার উড়ালসড়কের গার্ডার পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছিল ১০ বছর আগে, চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে। ২০১২ সালের ২৪ নভেম্বরের সেই দুর্ঘটনা কেড়ে নিয়েছিল ১৩ প্রাণ। বহু মানুষ হয়েছিলেন পঙ্গু।
সেদিনের নিহতদের স্বজনেরা বলছেন, জবাবদিহিতা এবং দায়বদ্ধতার অভাবেই বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে। বহদ্দারহাটের ঘটনায় জড়িতদের যদি বিচারের মুখোমুখি করা হতো, তাহলে অন্য নির্মাণকারী প্রতিষ্ঠান আর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সতর্ক হতো।
ওই দুর্ঘটনায় নিহতদের একজন ছিলেন মোহাম্মদ সাজ্জাদ। ঘটনার এক দশকেও সাজ্জাদের বাবা-মা পাননি ছেলে হারানোর বিচার। এখন তাই বিচারের আশা ছেড়েই দিয়েছেন তাঁরা।
সাজ্জাদের বাবা আবদুস সোবহান বলেন, ‘বিচার চেয়ে কি হবে, ছেলেকে তো আর ফিরে পাব না।’
সাজ্জাদের ছোট ভাই সাকিব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘তখন আমার ভাই ছিলেন পরিবারের আয়ের অন্যতম উৎস। দিনভর কাঠের আসবাবপত্রের নকশার কাজ করে আমাদের মুখে দু বেলা খাবার তুলে দিতেন তিনি। সেই ভাইটাকেই নির্মমভাবে হারাতে হয়। পুরো শরীরটাও পাইনি ভাইয়ের। এটাতো হত্যাই। সেদিন আমার ভাইসহ যাদের হত্যা করা হয়েছিল তার বিচার হলে অন্য কাউকে গার্ডারের নিচে পড়ে মরতে হতো না। কেননা বিচার হলে সবাই সতর্ক হয়ে যেত। কাজ করার সময় নিরাপত্তা ব্যবস্থা নিত, অবহেলা করত না। আমার ভাইকেতো আর পাব না। বিচারও হয়তো হবে না। তবে সরকারের কাছে নিবেদন থাকবে–উত্তরার ঘটনায় দায়ীদের যেন কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়।’
উল্লেখ্য, বহদ্দারহাট ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙে পড়ে ১৩ জন নিহত হওয়ার ঘটনার দুদিন পর চান্দগাঁও থানার তৎকালীন উপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা করেন। মামলায় ওই সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী, নির্মাণকাজে জড়িত মীর আক্তার অ্যান্ড পারিশা ট্রেড সিস্টেমসের (যৌথ মালিকানা) কর্মকর্তাসহ মোট ২৫ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম। শুধু ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দায়ী করায় তখন অভিযোগপত্র নিয়ে প্রশ্ন উঠে। এই মামলায় ২৭ জনকে সাক্ষী করা হয়। বর্তমানে মামলাটি চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালতে বিচারাধীন আছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অনুপম চক্রবর্তী জানিয়েছেন, মহানগর দায়রা জজ আদালত থেকে ২০২০ সালে মামলাটি চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এসেছে। এখন পর্যন্ত আদালতে ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। গত রোববারও আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ছিল। তবে সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৭ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২১ দিন আগে