Ajker Patrika

সাজা খাটা শেষেও কারাগারে ১৫৭ বিদেশি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাজা খাটা শেষেও কারাগারে ১৫৭ বিদেশি 

দেশের কারাগারগুলোয় বিভিন্ন অপরাধের সাজা খাটা শেষেও প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছেন ১৫৭ জন বিদেশি। এর মধ্যে ১৫০ জন ভারতের, ৫ জন মিয়ানমারের এবং পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন ২ জন। হাইকোর্টের নির্দেশের পর কারা অধিদপ্তরের প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। 

তিনি আজ রোববার সাংবাদিকদের বলেন, ‘পরবর্তী শুনানির জন্য নির্ধারিত তারিখে প্রতিবেদনটি হলফনামা করে আদালতে দাখিল করা হবে।’
 
এর আগে এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে সাজা ভোগের পরও কারাগারে থাকা বিদেশিদের তালিকা চান হাইকোর্ট। 

গত ১৫ জানুয়ারি তালিকা চেয়ে নির্দেশ দেওয়া হয়। ১০ মার্চের মধ্যে কারা মহাপরিদর্শককে এই সংক্রান্ত তালিকা দাখিল করতে বলা হয়। 

ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুর থানার বাসিন্দা গোবিন্দ উড়িয়ার সাজার মেয়াদ শেষেও কারামুক্তি না মেলায় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা যুক্ত করে গত ১১ জানুয়ারি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিভূতি তরফদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত