নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদুল ফিতরের উৎসবকে নিরাপদ এবং উৎসবমুখর করতে নানা প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, ‘ডিবি সব সময় নগরবাসীর পাশে রয়েছে এবং ঈদ উদ্যাপনেও আমরা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি।’
আজ শনিবার বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে ঈদ উপলক্ষে ডিবি কর্তৃক গৃহীত কার্যক্রম নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম মল্লিক জানান, পবিত্র রমজান মাসে যেমন ডিবি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করেছে, তেমনি ঈদের সময়েও নিরাপত্তা নিশ্চিত করতে ডিবি মাঠে কাজ করে যাচ্ছে।
ডিএমপি এই সময়ে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরের ৫০টি থানা এলাকায় প্রতিদিন ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এ ছাড়া পুলিশি কার্যক্রমে সহায়তা করতে অক্সিলিয়ারি ফোর্সও নিয়োগ করা হয়েছে, যারা আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় তিনি আরও বলেন, ডিবি বর্তমানে ‘ভ্যানগার্ড’ হিসেবে কাজ করছে। রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ডিবির কার্যক্রম আরও তৎপর করা হয়েছে। বিপণিবিতান, রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিবি সব সময় প্রস্তুত থাকবে।
ডিবি কর্মকর্তারা যেকোনো অপরাধীর জন্য ‘মূর্তিমান আতঙ্ক’ হতে চায় বলে মন্তব্য করেছেন। রেজাউল করিম মল্লিক বলেন, ‘আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করে কাজ করছি। রমজান শুরুর পর থেকে ডিবি বিভিন্ন অপরাধী চক্রকে ধরতে সফল হয়েছে এবং মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে।’
তিনি বলেন, ঈদ উপলক্ষে জাল টাকা তৈরি ও সরবরাহ রোধে ডিবি ব্যাপক তৎপরতা চালাচ্ছে। এরই মধ্যে জাল নোট তৈরির সরঞ্জামসহ কয়েকজন সক্রিয় চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সাইবার টিমও অনলাইনে নজরদারি করছে, যাতে ঈদ উপলক্ষে জাল নোটের বেচাকেনা বন্ধ রাখা যায়।
রেজাউল করিম মল্লিক আরও বলেন, ঈদের পর ঢাকা মহানগরীকে নিরাপদ রাখতে ডিবি বিশেষ অভিযান পরিচালনা করবে। চাঁদাবাজ, ছিনতাইকারী ও অন্য অপরাধীদের গ্রেপ্তার করতে ডিবি বিভিন্ন কৌশলগত স্থানে অভিযান চালাবে।
ডিবি সদস্যরা নগরবাসীর জন্য সর্বদা প্রস্তুত থাকবে, উল্লেখ করে তিনি বলেন, যেকোনো ধরনের সমস্যা বা নিরাপত্তা ঝুঁকি থাকলে স্থানীয় থানা বা ডিবিকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পাশাপাশি ডিএমপির কন্ট্রোল রুম এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।
ঈদুল ফিতরের উৎসবকে নিরাপদ এবং উৎসবমুখর করতে নানা প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, ‘ডিবি সব সময় নগরবাসীর পাশে রয়েছে এবং ঈদ উদ্যাপনেও আমরা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি।’
আজ শনিবার বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে ঈদ উপলক্ষে ডিবি কর্তৃক গৃহীত কার্যক্রম নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম মল্লিক জানান, পবিত্র রমজান মাসে যেমন ডিবি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করেছে, তেমনি ঈদের সময়েও নিরাপত্তা নিশ্চিত করতে ডিবি মাঠে কাজ করে যাচ্ছে।
ডিএমপি এই সময়ে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরের ৫০টি থানা এলাকায় প্রতিদিন ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এ ছাড়া পুলিশি কার্যক্রমে সহায়তা করতে অক্সিলিয়ারি ফোর্সও নিয়োগ করা হয়েছে, যারা আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় তিনি আরও বলেন, ডিবি বর্তমানে ‘ভ্যানগার্ড’ হিসেবে কাজ করছে। রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ডিবির কার্যক্রম আরও তৎপর করা হয়েছে। বিপণিবিতান, রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিবি সব সময় প্রস্তুত থাকবে।
ডিবি কর্মকর্তারা যেকোনো অপরাধীর জন্য ‘মূর্তিমান আতঙ্ক’ হতে চায় বলে মন্তব্য করেছেন। রেজাউল করিম মল্লিক বলেন, ‘আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করে কাজ করছি। রমজান শুরুর পর থেকে ডিবি বিভিন্ন অপরাধী চক্রকে ধরতে সফল হয়েছে এবং মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে।’
তিনি বলেন, ঈদ উপলক্ষে জাল টাকা তৈরি ও সরবরাহ রোধে ডিবি ব্যাপক তৎপরতা চালাচ্ছে। এরই মধ্যে জাল নোট তৈরির সরঞ্জামসহ কয়েকজন সক্রিয় চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সাইবার টিমও অনলাইনে নজরদারি করছে, যাতে ঈদ উপলক্ষে জাল নোটের বেচাকেনা বন্ধ রাখা যায়।
রেজাউল করিম মল্লিক আরও বলেন, ঈদের পর ঢাকা মহানগরীকে নিরাপদ রাখতে ডিবি বিশেষ অভিযান পরিচালনা করবে। চাঁদাবাজ, ছিনতাইকারী ও অন্য অপরাধীদের গ্রেপ্তার করতে ডিবি বিভিন্ন কৌশলগত স্থানে অভিযান চালাবে।
ডিবি সদস্যরা নগরবাসীর জন্য সর্বদা প্রস্তুত থাকবে, উল্লেখ করে তিনি বলেন, যেকোনো ধরনের সমস্যা বা নিরাপত্তা ঝুঁকি থাকলে স্থানীয় থানা বা ডিবিকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পাশাপাশি ডিএমপির কন্ট্রোল রুম এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ দিন আগেধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
২৩ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৫রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৫