রাজধানীর পল্টনে ছুরিকাঘাতে যুবক নিহত

ঢামেক প্রতিবেদক
Thumbnail image
ফাইল ছবি

রাজধানীর পল্টনে ছুরিকাঘাতে সাজু মোল্লা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত পৌনে ৩টার দিকে বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত সাজু মোল্লা পেশায় প্রাইভেট কারের চালক। তিনি মুগদার মান্ডা কদমআলী ঝিলপাড় এলাকায় থাকতেন। তিনি গোপালগঞ্জের সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে।

সাজু মোল্লাকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর বন্ধু মো. বায়েজিদ। তিনি বলেন, বিজয়নগর এলাকায় একটি বাসার প্রাইভেট কার চালান সাজু। গতকাল রাতে সাজুর বাসা থেকে নিজের অটোরিকশায় করে বিজয়নগর নিয়ে আসেন তিনি। বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় সাজুকে নামিয়ে দিয়ে সড়কের উল্টো পাশে দোকানে গিয়ে চা পান করছিলেন। এর কয়েক মিনিট পরে সাজুর চিৎকার শুনতে পেয়ে তাঁকে খুঁজতে থাকেন। পরে স্থানীয় থানার পুলিশের সহযোগিতায় ওই এলাকার এক গলি থেকে গুরুতর আহত অবস্থায় সাজুকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বায়েজিদ বলেন, ধারণা করা হচ্ছে, সাজু ওই গলি দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। তাঁর মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেওয়ায় তাঁকে কুপিয়ে আহত করে ছিনতাইকারীরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আজ মঙ্গলবার ভোরে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

বিপিএলে আতশি কাচের নিচে চল্লিশের বেশি ক্রিকেটার

নতুন ভোটার যাচাই: জনপ্রতিনিধির দায়িত্ব পাচ্ছেন শিক্ষকেরা

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত