সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকা-আরিচা মহাসড়ক থেকে চালককে মারধর করে ট্রাক ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকটিও উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি মাঠ থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুর জেলার হাইমচর থানার দক্ষিণ আলগী গ্রামের মো. সুলতানের ছেলে মো. আল আমিন (২৭), পটুয়াখালী জেলার বাউফল থানার কাশিপুর গ্রামের মো. আনোয়ারের ছেলে মো. বাবুল (২০), ফরিদপুর জেলার সদরপুর থানার বাবুরচরের মো. জমির হোসেনের ছেলে মো. রিফাত হোসেন (১৬), ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার ইসলামাবাদ এলাকার মৃত শুকুরের ছেলে মো. সোহেল (২৮) এবং শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিষ কান্দি গ্রামের এরশাদ ফকিরের ছেলে মো. রাসেল (২৮)।
পুলিশ জানায়, আলামিন ও বাবুলসহ ৪-৫ জন গত ৬ আগস্ট ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুর ব্রিজে চলন্ত ট্রাক থামিয়ে চালক সজীবকে (২৫) বেধড়ক মারধর করে ট্রাকটি ছিনিয়ে নেয়। ৭ আগস্ট গাড়ির মালিক মোতালেব পাটোয়ারি বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।
পুলিশ আরও জানায়, আজ বিকেলে গ্রেপ্তারকৃত রিফাত, সোহেল ও রাসেল আল আমিনের পরামর্শে ট্রাকটি বিক্রি করার পরিকল্পনা করে। এ সময় এক ক্রেতার সঙ্গে যোগাযোগ করে তাঁরা। সেই সূত্র ধরে তাঁদের দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার জিঞ্জিরার একটি পরিত্যক্ত মাঠ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় ট্রাকটি। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আল আমিন ও বাবুলকে দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, আটক করে ট্রাক মালিকের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। তারা একটি অপরাধী চক্র। তারা ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাঁদের এক গ্রুপ গাড়ি ডাকাতি করে ও আরেকটি গ্রুপ গাড়ি বিক্রির কাজ করে। আগামীকাল তাঁদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
ঢাকা-আরিচা মহাসড়ক থেকে চালককে মারধর করে ট্রাক ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকটিও উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি মাঠ থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুর জেলার হাইমচর থানার দক্ষিণ আলগী গ্রামের মো. সুলতানের ছেলে মো. আল আমিন (২৭), পটুয়াখালী জেলার বাউফল থানার কাশিপুর গ্রামের মো. আনোয়ারের ছেলে মো. বাবুল (২০), ফরিদপুর জেলার সদরপুর থানার বাবুরচরের মো. জমির হোসেনের ছেলে মো. রিফাত হোসেন (১৬), ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার ইসলামাবাদ এলাকার মৃত শুকুরের ছেলে মো. সোহেল (২৮) এবং শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিষ কান্দি গ্রামের এরশাদ ফকিরের ছেলে মো. রাসেল (২৮)।
পুলিশ জানায়, আলামিন ও বাবুলসহ ৪-৫ জন গত ৬ আগস্ট ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুর ব্রিজে চলন্ত ট্রাক থামিয়ে চালক সজীবকে (২৫) বেধড়ক মারধর করে ট্রাকটি ছিনিয়ে নেয়। ৭ আগস্ট গাড়ির মালিক মোতালেব পাটোয়ারি বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।
পুলিশ আরও জানায়, আজ বিকেলে গ্রেপ্তারকৃত রিফাত, সোহেল ও রাসেল আল আমিনের পরামর্শে ট্রাকটি বিক্রি করার পরিকল্পনা করে। এ সময় এক ক্রেতার সঙ্গে যোগাযোগ করে তাঁরা। সেই সূত্র ধরে তাঁদের দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার জিঞ্জিরার একটি পরিত্যক্ত মাঠ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় ট্রাকটি। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আল আমিন ও বাবুলকে দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, আটক করে ট্রাক মালিকের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। তারা একটি অপরাধী চক্র। তারা ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাঁদের এক গ্রুপ গাড়ি ডাকাতি করে ও আরেকটি গ্রুপ গাড়ি বিক্রির কাজ করে। আগামীকাল তাঁদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৭ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে