নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশের বর্তমান আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে ডা. রাফাত চৌধুরীকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। আটক ডা. রাফাত চৌধুরী নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক। সম্প্রতি যেসব তরুণ হিজরত করেছেন, তাঁদের সমন্বয়ক ছিলেন তিনি। আজ বুধবার দুপুরে সিলেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ডিআইজি মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। তাঁদের দেওয়া স্বীকারোক্তিতে রাফাতকে আটক করা হয়েছে। যেসব তরুণ হিজরতের নামে বাড়ি ছেড়েছেন, রাফাত তাঁদের সমন্বয় করেছেন। এর আগেও তিনি এ কাজ করেছেন। আমরা সঠিক তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করেছি। তাঁকে ঢাকায় আনা হচ্ছে।’
পুরান ও নতুন জঙ্গি সংগঠনের সঙ্গে রাফাতের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ঢাকায় এনে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
এর আগে ১ নভেম্বর রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সেজাদুল ইসলাম সাহাব তানিম ওরফে ইসা ওরফে আরাফাত ওরফে আনোয়ার ওরফে আনবির (২৪), মো. জাহিদ হাসান ভূঁইয়া (২১) ও সৈয়দ রিয়াজ আহমদ (২২)। তাঁদের তিনজনকে জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে ডা. রাফাতকে গ্রেপ্তার করা হয়।
আরসার সঙ্গে রাফাতের সংশ্লিষ্টতা
জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম সিলেট আঞ্চলিক সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন ডা. রাফাত। ২০২১ সাল থেকে আরসা এবং আরএসওয়ের সঙ্গে যোগাযোগ রাখার তথ্য পেয়েছে সিটিটিসি। তিনি বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তের পাহাড়ি এলাকায় আরসা নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেন। ২০২১ সালের জুলাই মাসে রাফাত ১৫ তরুণকে নিয়ে মিয়ানমারের আরকান রাজ্যে যাওয়ার জন্য হিজরত করেন।
সিটিটিসি সূত্র জানিয়েছে, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের আওয়ামী লীগ নেতা রঞ্জিত সরকারকে হত্যার পরিকল্পনাও করেন তিনি। সিলেটের একটি মসজিদে এ নিয়ে কয়েক দফা বৈঠকও করেন।
সিটিটিসির প্রধান আসাদুজ্জামান বলেন, ‘যেসব তরুণ নিখোঁজ হয়েছেন, রাফাত তাঁদের বাড়ি ছাড়তে ভূমিকা রেখেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে আরও কিছু তথ্য পাওয়া যাবে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’
জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশের বর্তমান আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে ডা. রাফাত চৌধুরীকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। আটক ডা. রাফাত চৌধুরী নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক। সম্প্রতি যেসব তরুণ হিজরত করেছেন, তাঁদের সমন্বয়ক ছিলেন তিনি। আজ বুধবার দুপুরে সিলেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ডিআইজি মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। তাঁদের দেওয়া স্বীকারোক্তিতে রাফাতকে আটক করা হয়েছে। যেসব তরুণ হিজরতের নামে বাড়ি ছেড়েছেন, রাফাত তাঁদের সমন্বয় করেছেন। এর আগেও তিনি এ কাজ করেছেন। আমরা সঠিক তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করেছি। তাঁকে ঢাকায় আনা হচ্ছে।’
পুরান ও নতুন জঙ্গি সংগঠনের সঙ্গে রাফাতের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ঢাকায় এনে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
এর আগে ১ নভেম্বর রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সেজাদুল ইসলাম সাহাব তানিম ওরফে ইসা ওরফে আরাফাত ওরফে আনোয়ার ওরফে আনবির (২৪), মো. জাহিদ হাসান ভূঁইয়া (২১) ও সৈয়দ রিয়াজ আহমদ (২২)। তাঁদের তিনজনকে জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে ডা. রাফাতকে গ্রেপ্তার করা হয়।
আরসার সঙ্গে রাফাতের সংশ্লিষ্টতা
জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম সিলেট আঞ্চলিক সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন ডা. রাফাত। ২০২১ সাল থেকে আরসা এবং আরএসওয়ের সঙ্গে যোগাযোগ রাখার তথ্য পেয়েছে সিটিটিসি। তিনি বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তের পাহাড়ি এলাকায় আরসা নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেন। ২০২১ সালের জুলাই মাসে রাফাত ১৫ তরুণকে নিয়ে মিয়ানমারের আরকান রাজ্যে যাওয়ার জন্য হিজরত করেন।
সিটিটিসি সূত্র জানিয়েছে, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের আওয়ামী লীগ নেতা রঞ্জিত সরকারকে হত্যার পরিকল্পনাও করেন তিনি। সিলেটের একটি মসজিদে এ নিয়ে কয়েক দফা বৈঠকও করেন।
সিটিটিসির প্রধান আসাদুজ্জামান বলেন, ‘যেসব তরুণ নিখোঁজ হয়েছেন, রাফাত তাঁদের বাড়ি ছাড়তে ভূমিকা রেখেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে আরও কিছু তথ্য পাওয়া যাবে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৪ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫