নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে শামীম (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
দণ্ডপ্রাপ্ত আসামি শামীম রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের পাচাইখা গ্রামের মনির হোসেনের ছেলে। রায় ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন। নিহত শিউলি আক্তার উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ২০১৮ সালের ২৩ আগস্ট শামীমের সঙ্গে ভুলতা ইউনিয়নের মনির হোসেনের মেয়ে শিউলি আক্তারের বিয়ে হয়। বিয়েতে ৭০ হাজার টাকা যৌতুক দেওয়ার কথা থাকলেও ৩৫ হাজার টাকা পরিশোধ করে শিউলির পরিবার। এ ছাড়া যৌতুক হিসেবে আধা ভরি স্বর্ণও দেওয়া হয়। এসব নিয়ে বিয়ের দুই দিন না যেতেই শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কলহ শুরু হয়। সেই জেরে ৩০ আগস্ট রাতে অর্থাৎ বিয়ের সাত দিনের মাথায় শিউলিকে বঁটি দিয়ে গলা কেটে করে হত্যা করেন শামীম। পরদিন শামীমসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন শিউলির মা আমেনা বেগম।
গ্রেপ্তারের পর শামীম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তদন্ত প্রতিবেদনে শামীমকে একমাত্র দোষী সাব্যস্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় দেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে শামীম (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
দণ্ডপ্রাপ্ত আসামি শামীম রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের পাচাইখা গ্রামের মনির হোসেনের ছেলে। রায় ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন। নিহত শিউলি আক্তার উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ২০১৮ সালের ২৩ আগস্ট শামীমের সঙ্গে ভুলতা ইউনিয়নের মনির হোসেনের মেয়ে শিউলি আক্তারের বিয়ে হয়। বিয়েতে ৭০ হাজার টাকা যৌতুক দেওয়ার কথা থাকলেও ৩৫ হাজার টাকা পরিশোধ করে শিউলির পরিবার। এ ছাড়া যৌতুক হিসেবে আধা ভরি স্বর্ণও দেওয়া হয়। এসব নিয়ে বিয়ের দুই দিন না যেতেই শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কলহ শুরু হয়। সেই জেরে ৩০ আগস্ট রাতে অর্থাৎ বিয়ের সাত দিনের মাথায় শিউলিকে বঁটি দিয়ে গলা কেটে করে হত্যা করেন শামীম। পরদিন শামীমসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন শিউলির মা আমেনা বেগম।
গ্রেপ্তারের পর শামীম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তদন্ত প্রতিবেদনে শামীমকে একমাত্র দোষী সাব্যস্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় দেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে