নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর আব্দুল্লাহপুর থেকে দূরপাল্লার এক বাসে ওঠার পর ভয়ানক এক ডাকাতদলের কবলে পড়েন এক ডাক্তার। বাসে ১২ ঘণ্টাব্যাপী ঢাকা মহানগর ও আশপাশ এলাকায় বাসে যাত্রী তুলে ডাকাতির ঘটনায় জড়িত আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও জোনাল টিম।
আজ মঙ্গলবার ডাকাত চক্রের আরও ছয়জনকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহাদাত হোসেন সোমা।
গ্রেপ্তারকৃতরা হলেন-চক্রের মূল হোতা রফিক, মজিদ, রাসেল, নাঈম, আলমগীর ও মোহিবুল। এদের মধ্যে গত বছর একটি ডাকাতির ঘটনায় রফিককে গ্রেপ্তার করেছিল মোহাম্মদপুর থানা-পুলিশ।
এ বিষয়ে এডিসি শাহাদাত হোসাইন বলেন, গত ২০ জানুয়ারি দিবাগত রাতে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম তাঁর বন্ধুসহ উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর পেট্রলপাম্পের সামনে থেকে টাঙ্গাইলের উদ্দেশে আর কে আর পরিবহনে ওঠেন। পরে বন্ধুসহ তাঁকে বাসে ওঠামাত্রই ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে দুই হাত ও চোখ বেঁধে ফেলে। এ সময় শফিকুল ইসলামদের সঙ্গে থাকা ১ লাখ ১৫ হাজার টাকা, বিকাশে থাকা ৫ হাজার টাকা ও ব্যাগে থাকা ২টি ব্যাংকের এটিএম কার্ড দিয়ে আরও ১ লাখ ৫০ হাজার টাকাসহ মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয় ডাকাতদল। এ ঘটনায় একটি দলের মূল হোতাসহ ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
তিনি আরও বলেন, গ্রেপ্তার চক্রের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার চক্রের সদস্যদের মধ্যে রফিক এর আগেও ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। তিনি একটি দলের প্রধান বলে জানিয়েছেন। এ নিয়ে দুইটি ডাকাত দলের ১৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চক্রের আরও বেশ কয়েকজন সদস্য পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা বলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা থানার মামলায় ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাভার, কালিয়াকৈর, মির্জাপুর, আশুলিয়া, কেরানীগঞ্জ, টাঙ্গাইলসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। এই মামলায়ও তাদের গ্রেপ্তার দেখানো হবে।
আগামীকাল বুধবার গ্রেপ্তার চক্রের সদস্যদের উত্তরা থানায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। এই চক্রের বিষয়ে আরও জানতে তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হবে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
রাজধানীর আব্দুল্লাহপুর থেকে দূরপাল্লার এক বাসে ওঠার পর ভয়ানক এক ডাকাতদলের কবলে পড়েন এক ডাক্তার। বাসে ১২ ঘণ্টাব্যাপী ঢাকা মহানগর ও আশপাশ এলাকায় বাসে যাত্রী তুলে ডাকাতির ঘটনায় জড়িত আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও জোনাল টিম।
আজ মঙ্গলবার ডাকাত চক্রের আরও ছয়জনকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহাদাত হোসেন সোমা।
গ্রেপ্তারকৃতরা হলেন-চক্রের মূল হোতা রফিক, মজিদ, রাসেল, নাঈম, আলমগীর ও মোহিবুল। এদের মধ্যে গত বছর একটি ডাকাতির ঘটনায় রফিককে গ্রেপ্তার করেছিল মোহাম্মদপুর থানা-পুলিশ।
এ বিষয়ে এডিসি শাহাদাত হোসাইন বলেন, গত ২০ জানুয়ারি দিবাগত রাতে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম তাঁর বন্ধুসহ উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর পেট্রলপাম্পের সামনে থেকে টাঙ্গাইলের উদ্দেশে আর কে আর পরিবহনে ওঠেন। পরে বন্ধুসহ তাঁকে বাসে ওঠামাত্রই ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে দুই হাত ও চোখ বেঁধে ফেলে। এ সময় শফিকুল ইসলামদের সঙ্গে থাকা ১ লাখ ১৫ হাজার টাকা, বিকাশে থাকা ৫ হাজার টাকা ও ব্যাগে থাকা ২টি ব্যাংকের এটিএম কার্ড দিয়ে আরও ১ লাখ ৫০ হাজার টাকাসহ মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয় ডাকাতদল। এ ঘটনায় একটি দলের মূল হোতাসহ ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
তিনি আরও বলেন, গ্রেপ্তার চক্রের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার চক্রের সদস্যদের মধ্যে রফিক এর আগেও ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। তিনি একটি দলের প্রধান বলে জানিয়েছেন। এ নিয়ে দুইটি ডাকাত দলের ১৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চক্রের আরও বেশ কয়েকজন সদস্য পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা বলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা থানার মামলায় ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাভার, কালিয়াকৈর, মির্জাপুর, আশুলিয়া, কেরানীগঞ্জ, টাঙ্গাইলসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। এই মামলায়ও তাদের গ্রেপ্তার দেখানো হবে।
আগামীকাল বুধবার গ্রেপ্তার চক্রের সদস্যদের উত্তরা থানায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। এই চক্রের বিষয়ে আরও জানতে তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হবে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে