শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষেকে ফাঁসাতে ছেলের পরিকল্পনায় ঘুমন্ত অবস্থায় বাবাকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের পাগলা থানার কোকসাইর এলাকার কেরামত আলীর ছেলে মো. আলম (৩৮) এবং একই জেলার ত্রিশাল উপজেলার কুষ্টিয়া এলাকার মো. আবু কালামের ছেলে মো. আরাফাত (২৬)।
গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ময়মনসিংহের পাগলা থানাধীন কোকসাইর এলাকা থেকে মো. আলমকে এবং আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কেওয়া এলাকা হতে মো. আরাফাতকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. হাফিজুর রহমান পিপিএম জানান, ২০২০ সালের ১১ ডিসেম্বর ঘটনার রাতে ঘুমন্ত অবস্থায় গিয়াস উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। গিয়াস উদ্দিন (৬০) গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি পশ্চিম পাড়া নতুন বাজার গ্রামের আব্দুল মালেকের (মৃত) ছেলে। তিনি বাড়ির সামনে রাস্তার পাশে গ্যারেজে চৌকিতে ঘুমাতেন। ঘটনার দিন রাতে সেখানে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে গ্যারেজের ভেতরে চৌকির ওপর গিয়াস উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গিয়াস উদ্দিনের ছেলে মো. অলিউল্লাহ বাদী হয়ে ওই দিনই শ্রীপুর থানায় মামলা করেন।
শ্রীপুর থানা-পুলিশ তদন্ত করার পর মামলাটি গাজীপুর পিবিআই তদন্তভার পায়। দীর্ঘ তদন্ত করে মো. আলম ও আরাফাতের সম্পৃক্ততা খুঁজে পায় পিবিআই। পরে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পিবিআই।
আসামিরা জিজ্ঞাসাবাদে জানান, গিয়াস উদ্দিনের গ্যারেজে অটোরিকশা রাখতেন গ্রেপ্তার মো. আলম ও আরাফাত। গিয়াস উদ্দিনের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল। সাহাবুদ্দিনকে ফাঁসাতে গ্রেপ্তার ব্যক্তিরা গিয়াস উদ্দিনের ছেলে আবুজর (৩২) ও ভাই মো. সিরাজের ছেলে সবুজ (৩২) তাঁকে হত্যার পরিকল্পনা করেন। ঘটনার দিন আলমকে ফোন করে ডেকে এনে আবুজর, সবুজ, আরাফাতসহ অন্যরা ঘটনাস্থলের পাশের দোকানে বসে চা পান করেন। পরে সবাই মিলে গ্যারেজে ঢুকে ঘুমন্ত অবস্থায় গিয়াস উদ্দিনকে মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন।
এ বিষয়ে পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মূলত ভুক্তভোগীর ছেলে আবুজর এবং ভাতিজা সবুজ সহযোগীদের নিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য তাঁকে কুপিয়ে হত্যা করেন। পিবিআইয়ের হেফাজতে থাকা অবস্থায় মো. আলম ও মো. আরাফাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কথা স্বীকার করেন। আজ গাজীপুর আদালতে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষেকে ফাঁসাতে ছেলের পরিকল্পনায় ঘুমন্ত অবস্থায় বাবাকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের পাগলা থানার কোকসাইর এলাকার কেরামত আলীর ছেলে মো. আলম (৩৮) এবং একই জেলার ত্রিশাল উপজেলার কুষ্টিয়া এলাকার মো. আবু কালামের ছেলে মো. আরাফাত (২৬)।
গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ময়মনসিংহের পাগলা থানাধীন কোকসাইর এলাকা থেকে মো. আলমকে এবং আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কেওয়া এলাকা হতে মো. আরাফাতকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. হাফিজুর রহমান পিপিএম জানান, ২০২০ সালের ১১ ডিসেম্বর ঘটনার রাতে ঘুমন্ত অবস্থায় গিয়াস উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। গিয়াস উদ্দিন (৬০) গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি পশ্চিম পাড়া নতুন বাজার গ্রামের আব্দুল মালেকের (মৃত) ছেলে। তিনি বাড়ির সামনে রাস্তার পাশে গ্যারেজে চৌকিতে ঘুমাতেন। ঘটনার দিন রাতে সেখানে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে গ্যারেজের ভেতরে চৌকির ওপর গিয়াস উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গিয়াস উদ্দিনের ছেলে মো. অলিউল্লাহ বাদী হয়ে ওই দিনই শ্রীপুর থানায় মামলা করেন।
শ্রীপুর থানা-পুলিশ তদন্ত করার পর মামলাটি গাজীপুর পিবিআই তদন্তভার পায়। দীর্ঘ তদন্ত করে মো. আলম ও আরাফাতের সম্পৃক্ততা খুঁজে পায় পিবিআই। পরে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পিবিআই।
আসামিরা জিজ্ঞাসাবাদে জানান, গিয়াস উদ্দিনের গ্যারেজে অটোরিকশা রাখতেন গ্রেপ্তার মো. আলম ও আরাফাত। গিয়াস উদ্দিনের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল। সাহাবুদ্দিনকে ফাঁসাতে গ্রেপ্তার ব্যক্তিরা গিয়াস উদ্দিনের ছেলে আবুজর (৩২) ও ভাই মো. সিরাজের ছেলে সবুজ (৩২) তাঁকে হত্যার পরিকল্পনা করেন। ঘটনার দিন আলমকে ফোন করে ডেকে এনে আবুজর, সবুজ, আরাফাতসহ অন্যরা ঘটনাস্থলের পাশের দোকানে বসে চা পান করেন। পরে সবাই মিলে গ্যারেজে ঢুকে ঘুমন্ত অবস্থায় গিয়াস উদ্দিনকে মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন।
এ বিষয়ে পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মূলত ভুক্তভোগীর ছেলে আবুজর এবং ভাতিজা সবুজ সহযোগীদের নিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য তাঁকে কুপিয়ে হত্যা করেন। পিবিআইয়ের হেফাজতে থাকা অবস্থায় মো. আলম ও মো. আরাফাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কথা স্বীকার করেন। আজ গাজীপুর আদালতে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২০ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৪ দিন আগে