ই-কমার্স প্রতিষ্ঠান আকাশ নীলের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২১ মার্চ ২০২২, ১৩: ২৫

ই-কমার্স প্রতিষ্ঠান আকাশ নীলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পরিচালককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযোগ আছে, গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন এ প্রতিষ্ঠান। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেছেন, ই-কমার্স প্রতিষ্ঠান ‘আকাশ নীল’র প্রতারণার মূল হোতা ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান ও পরিচালক ইফতেখারুজ্জামান রনিকে রাজধানী ও ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আজ দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত শনিবার ৩১ জন ভুক্তভোগীর পক্ষে বাদী হয়ে মামলা করেন রুহুল আমিন নামে এক ব্যক্তি। তিনি অভিযোগ করেন এ প্রতিষ্ঠান বিভিন্ন গ্রাহকের প্রায় ৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সে মামলার আসামি করা হয়—   আকাশ নীলের চেয়ারম্যান খাদিজা বেগম, ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও সিইও মশিউর রহমান, পরিচালক ইফতেখারুজ্জামান রনি, এজেন্ট রাকিবুল হাসান, এজেন্ট সৈয়দ রুমান, মশিউর রহমানের স্ত্রী শেয়ারহোল্ডার ফাতেমা আক্তারী, মৌসুমী আক্তারকে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত