নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণের অভিযোগে চকবাজার থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি মিঠুন চক্রবর্তীকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২২ ডিসেম্বর) ফেনী জেলার সদর থানার সুলতানপুর এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে সিএমপি পাঁচলাইশ থানা পুলিশ।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়ায় সিএমপি পুলিশের আয়োজিত সংবাদ সম্মেলনে সেচ্ছাসেবক লীগের এই নেতাকে হাজির করা হয়।
সংবাদ সম্মেলনে সিএমপি উপ-কমিশনার (অপরাধ) মো. রইছ উদ্দিন বলেন, গত ১৬ জুলাই দুপুরে ষোলোশহর দুই নম্বর গেইটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকারীদের প্রতিরোধের নামে মিঠুন চক্রবর্তী ও তাঁর সহযোগীরা অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে গাড়ি ভাংচুর ও ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। তাঁর গুলিবর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই ঘটনায় পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারনামীয় আসামি মিঠুন। ভিডিও দেখে তাঁকে শনাক্তের পর গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে তাঁকে ফেনী জেলায় এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ডিসি রইছ উদ্দিন বলেন, ‘জুলাইয়ে ওই ঘটনার সময় মিঠুন একটি বিদেশি পিস্তল দিয়ে গুলিবর্ষণ করেছিল। তবে পিস্তলটি অন্য আরেকজনের কাছ থেকে সে নিয়েছিল। পরে সেটা আবার ফেরত দিয়েছে বলে আমাদের জানায়। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, মিঠুন সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর বিশ্বস্ত সহযোগী ছিল। এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো বলে তাঁদের কাছে তথ্য আছে।
চট্টগ্রামে জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণের অভিযোগে চকবাজার থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি মিঠুন চক্রবর্তীকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২২ ডিসেম্বর) ফেনী জেলার সদর থানার সুলতানপুর এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে সিএমপি পাঁচলাইশ থানা পুলিশ।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়ায় সিএমপি পুলিশের আয়োজিত সংবাদ সম্মেলনে সেচ্ছাসেবক লীগের এই নেতাকে হাজির করা হয়।
সংবাদ সম্মেলনে সিএমপি উপ-কমিশনার (অপরাধ) মো. রইছ উদ্দিন বলেন, গত ১৬ জুলাই দুপুরে ষোলোশহর দুই নম্বর গেইটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকারীদের প্রতিরোধের নামে মিঠুন চক্রবর্তী ও তাঁর সহযোগীরা অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে গাড়ি ভাংচুর ও ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। তাঁর গুলিবর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই ঘটনায় পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারনামীয় আসামি মিঠুন। ভিডিও দেখে তাঁকে শনাক্তের পর গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে তাঁকে ফেনী জেলায় এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ডিসি রইছ উদ্দিন বলেন, ‘জুলাইয়ে ওই ঘটনার সময় মিঠুন একটি বিদেশি পিস্তল দিয়ে গুলিবর্ষণ করেছিল। তবে পিস্তলটি অন্য আরেকজনের কাছ থেকে সে নিয়েছিল। পরে সেটা আবার ফেরত দিয়েছে বলে আমাদের জানায়। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, মিঠুন সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর বিশ্বস্ত সহযোগী ছিল। এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো বলে তাঁদের কাছে তথ্য আছে।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে এবার রক্ত দিয়ে ব্যানার লিখে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২ মিনিট আগে৫ আগস্টে সবাই মিলে যেভাবে রাস্তায় নেমেছিলেন, তেমনি আবারও ঐক্যবদ্ধভাবে সবাই মিলে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য। ভাতের অধিকার, ন্যায়বিচার ও সামাজিক অধিকার পাওয়ার জন্য।
২৬ মিনিট আগেসিকদারের গ্রুপের ১৫টি প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের জজ আদালতের বিচারক মো. ইব্রাহিম মিয়া ক্রোকের এই নির্দেশ দিয়েছেন।
৩৫ মিনিট আগেফেসবুকে পরিচয়ের সূত্রে ধরে প্রেম। সেই প্রেমের টানে পাকিস্তানি যুবক আলীম উদ্দিন (২৮) এসেছেন খাগড়াছড়ি মাটিরাঙ্গায়। তিনি পাকিস্তানের লাহোরের বাসিন্দা এবং মৃত জেমীল উদ্দিনের ছেলে।
১ ঘণ্টা আগে