নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও ঢামেক প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের পাশের ফুটপাতে মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে পথচারীদের চোখে পড়ার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে।
সকাল সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স ৪০ থেকে ৪৫ বছর। প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতদেহের পরনে সুয়েটার ও কালো রংয়ের প্যান্ট ছিল।
সকালে সাড়ে ১১টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের পশ্চিম পাশে গণিত ভবনের বিপরীতে মানুষজন জটলা বেঁধে আছেন।
পথচারী ও রিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে ফুটপাতের পাশেই মেহগনি গাছের চূড়ায় লাশটি ঝুলছিল।
হদয় নামের এক রিকশাচালক আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে এই পথে রিকশা নিয়ে যাওয়ার সময় লাশটি দেখতে পাই। লাশটি গাছে ঝুলছিল। সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস এসে লাশ নিয়ে যায়।’
শাহবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
এর আগে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো এক ব্যক্তি ঝুলছেন বলে সকাল পৌনে ৯টার দিকে তারা খবর পান। পুলিশ সেখানে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের পাশের ফুটপাতে মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে পথচারীদের চোখে পড়ার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে।
সকাল সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স ৪০ থেকে ৪৫ বছর। প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতদেহের পরনে সুয়েটার ও কালো রংয়ের প্যান্ট ছিল।
সকালে সাড়ে ১১টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের পশ্চিম পাশে গণিত ভবনের বিপরীতে মানুষজন জটলা বেঁধে আছেন।
পথচারী ও রিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে ফুটপাতের পাশেই মেহগনি গাছের চূড়ায় লাশটি ঝুলছিল।
হদয় নামের এক রিকশাচালক আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে এই পথে রিকশা নিয়ে যাওয়ার সময় লাশটি দেখতে পাই। লাশটি গাছে ঝুলছিল। সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস এসে লাশ নিয়ে যায়।’
শাহবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
এর আগে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো এক ব্যক্তি ঝুলছেন বলে সকাল পৌনে ৯টার দিকে তারা খবর পান। পুলিশ সেখানে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেয়।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪