উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় ফুটপাতে পড়ে ছিল আব্দুর রহমান শুভ (২৫) নামের এক যুবকের লাশ। পরিবারের দাবি, সে মাদকাসক্ত ছিল। যার কারণে লাশ অনিহা ছিল স্বজনদের। পরে পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
উত্তরা ৩ নম্বর সেক্টরের কল্যাণ সমিতির পাশের ফুটপাতে আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত মরদেহটি পড়ে ছিল। তারপর স্বজনদেরকে খুঁজে বের করে নিহতের বাবা দুলাল মিয়াকে বুঝিয়ে দেয় পুলিশ।
ওই যুবক উত্তরার জসিম উদ্দিন পাকার মাথার কেআরই প্রজেক্টের মো. দুলাল মিয়ার ছেলে। দুলাল মিয়া দ্বিতীয় বিয়ে করায় তাঁর বাবা ঠিকাদার আমান উল্লাহ বাসা থেকে তাকে বের করে দেন। পরবর্তীতে তিনি দ্বিতীয় বউ নিয়ে গাজীপুরের টঙ্গীর আরিচপুর বস্তিতে থাকেন। আর সেখানেই শুভ নেশায় জড়িয়ে পড়েন বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে।
উত্তরা ৩ নম্বর সেক্টরের বাসিন্দা ও বেসরকারি কর্মজীবি আশরাফুল ইসলাম তামিম আজকের পত্রিকাকে বলেন, কল্যাণ সমিতির পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পাই। জানতে পারি, ওই যুবক না খেয়ে মারা গেছে। কারণ তার পরিবারের কেউ তাকে দেখভাল করতো না।
তিনি বলেন, তার লাশ নিহতের বাবা-দাদারা কেউ নিতে চাচ্ছিল না। তারপর পুলিশ এসে পরিবারকে খবর দিয়ে নিয়ে এসে বিকেলে লাশ বুঝিয়ে দিয়েছে।
খোঁজখবর নিয়ে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় উত্তরার বিভিন্ন এলাকার ফুটপাতে পড়ে থাকতেন শুভ। কিছুদিন আগে অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছিল পথচারীরা। এলাকাবাসীর ধারণা, অতিরিক্ত মাদকাসক্তের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ফুটপাতে পড়ে থাকা মৃত ওই যুবকের পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে তার বাবাসহ পরিবারের লোকজনকে খুঁজে বের করে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মৃত্যুর কারণ প্রসঙ্গে জানতে চাইলে ওসি হাফিজ বলেন, ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে।
আরও খবর পড়ুন:
রাজধানীর উত্তরায় ফুটপাতে পড়ে ছিল আব্দুর রহমান শুভ (২৫) নামের এক যুবকের লাশ। পরিবারের দাবি, সে মাদকাসক্ত ছিল। যার কারণে লাশ অনিহা ছিল স্বজনদের। পরে পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
উত্তরা ৩ নম্বর সেক্টরের কল্যাণ সমিতির পাশের ফুটপাতে আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত মরদেহটি পড়ে ছিল। তারপর স্বজনদেরকে খুঁজে বের করে নিহতের বাবা দুলাল মিয়াকে বুঝিয়ে দেয় পুলিশ।
ওই যুবক উত্তরার জসিম উদ্দিন পাকার মাথার কেআরই প্রজেক্টের মো. দুলাল মিয়ার ছেলে। দুলাল মিয়া দ্বিতীয় বিয়ে করায় তাঁর বাবা ঠিকাদার আমান উল্লাহ বাসা থেকে তাকে বের করে দেন। পরবর্তীতে তিনি দ্বিতীয় বউ নিয়ে গাজীপুরের টঙ্গীর আরিচপুর বস্তিতে থাকেন। আর সেখানেই শুভ নেশায় জড়িয়ে পড়েন বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে।
উত্তরা ৩ নম্বর সেক্টরের বাসিন্দা ও বেসরকারি কর্মজীবি আশরাফুল ইসলাম তামিম আজকের পত্রিকাকে বলেন, কল্যাণ সমিতির পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পাই। জানতে পারি, ওই যুবক না খেয়ে মারা গেছে। কারণ তার পরিবারের কেউ তাকে দেখভাল করতো না।
তিনি বলেন, তার লাশ নিহতের বাবা-দাদারা কেউ নিতে চাচ্ছিল না। তারপর পুলিশ এসে পরিবারকে খবর দিয়ে নিয়ে এসে বিকেলে লাশ বুঝিয়ে দিয়েছে।
খোঁজখবর নিয়ে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় উত্তরার বিভিন্ন এলাকার ফুটপাতে পড়ে থাকতেন শুভ। কিছুদিন আগে অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছিল পথচারীরা। এলাকাবাসীর ধারণা, অতিরিক্ত মাদকাসক্তের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ফুটপাতে পড়ে থাকা মৃত ওই যুবকের পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে তার বাবাসহ পরিবারের লোকজনকে খুঁজে বের করে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মৃত্যুর কারণ প্রসঙ্গে জানতে চাইলে ওসি হাফিজ বলেন, ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে।
আরও খবর পড়ুন:
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ দিন আগেধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
২৩ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৫রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৫