Ajker Patrika

উত্তরায় ফুটপাতে যুবকের মরদেহ, নিতে চায়নি পরিবার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১১: ১২
আব্দুর রহমান শুভর লাশ। ছবি: আজকের পত্রিকা
আব্দুর রহমান শুভর লাশ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় ফুটপাতে পড়ে ছিল আব্দুর রহমান শুভ (২৫) নামের এক যুবকের লাশ। পরিবারের দাবি, সে মাদকাসক্ত ছিল। যার কারণে লাশ অনিহা ছিল স্বজনদের। পরে পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

উত্তরা ৩ নম্বর সেক্টরের কল্যাণ সমিতির পাশের ফুটপাতে আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত মরদেহটি পড়ে ছিল। তারপর স্বজনদেরকে খুঁজে বের করে নিহতের বাবা দুলাল মিয়াকে বুঝিয়ে দেয় পুলিশ।

ওই যুবক উত্তরার জসিম উদ্দিন পাকার মাথার কেআরই প্রজেক্টের মো. দুলাল মিয়ার ছেলে। দুলাল মিয়া দ্বিতীয় বিয়ে করায় তাঁর বাবা ঠিকাদার আমান উল্লাহ বাসা থেকে তাকে বের করে দেন। পরবর্তীতে তিনি দ্বিতীয় বউ নিয়ে গাজীপুরের টঙ্গীর আরিচপুর বস্তিতে থাকেন। আর সেখানেই শুভ নেশায় জড়িয়ে পড়েন বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে।

উত্তরা ৩ নম্বর সেক্টরের বাসিন্দা ও বেসরকারি কর্মজীবি আশরাফুল ইসলাম তামিম আজকের পত্রিকাকে বলেন, কল্যাণ সমিতির পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পাই। জানতে পারি, ওই যুবক না খেয়ে মারা গেছে। কারণ তার পরিবারের কেউ তাকে দেখভাল করতো না।

তিনি বলেন, তার লাশ নিহতের বাবা-দাদারা কেউ নিতে চাচ্ছিল না। তারপর পুলিশ এসে পরিবারকে খবর দিয়ে নিয়ে এসে বিকেলে লাশ বুঝিয়ে দিয়েছে।

খোঁজখবর নিয়ে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় উত্তরার বিভিন্ন এলাকার ফুটপাতে পড়ে থাকতেন শুভ। কিছুদিন আগে অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছিল পথচারীরা। এলাকাবাসীর ধারণা, অতিরিক্ত মাদকাসক্তের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ফুটপাতে পড়ে থাকা মৃত ওই যুবকের পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে তার বাবাসহ পরিবারের লোকজনকে খুঁজে বের করে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মৃত্যুর কারণ প্রসঙ্গে জানতে চাইলে ওসি হাফিজ বলেন, ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত