Ajker Patrika

পাংশায় শিক্ষার্থীর স্কুলব্যাগ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
পাংশায় শিক্ষার্থীর স্কুলব্যাগ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ 

রাজবাড়ীর পাংশায় একটি বিদেশি রিভলবার ও তিনটি গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা-পুলিশ। গতকাল বুধবার রাত সোয়া ১০ টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রাম তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের আকু মিয়ার ছেলে রাসেল মিয়া (১৯) ও একই গ্রামের বাচ্চু শেখের ছেলে অভি শেখ (১৭)। রাসেল মিয়া এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানায় পুলিশ।

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাসেল মিয়ার বসত ঘরের মধ্যে অবৈধ অস্ত্র-গুলি আছে। ওই সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল মিয়া পালানোর চেষ্টা করেন। পালানোর চেষ্টাকালে তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর স্কুল ব্যাগ থেকে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় অভি শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় আজ বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয় এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলে পুলিশের এই কর্মকর্তা জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত