মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে ঝিটকা আনন্দমোহন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদের নির্বাচনে দুই অভিভাবক সদস্যকে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান, জেলা ও উপজেলা ছাত্রলীগসহ যুবলীগের নেতা-কর্মীসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ বুধবার দুপুরের দিকে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতে মামলাটি করেন মারধররে স্বীকার হওয়া অভিভাবক সদস্য মহিউদ্দিন খান মঞ্জু।
মানিকগঞ্জ জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম সরোয়ার মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। এ সময় খুব দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্তের প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।
এ মামলায় আসামিরা হলেন, হরিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিম খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ, উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি সেলিম মোল্লা ও যুবলীগ নেতা ফরিদ মোল্লা। আসামিরা মানিকগঞ্জ-২ (হরিরামপুর-সিঙ্গাইর) আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের অনুসারী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার (২৪ জুলাই) ঝিটকা আনন্দমোহন উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নির্বাচনের দিন নির্ধারণ করা হয়। নির্বাচনে সভাপতি পদে সংসদ সদস্য মমতাজ বেগম এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান প্রার্থী হন। মামলার বাদী মহিউদ্দিন খান ও সাক্ষী মিজানুর রহমান দুজনই অভিভাবক সদস্য ও ভোটার। তাঁরা দুজন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক দেওয়ান সাইদুর রহমানের সমর্থক ছিলেন। নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিপুল ভোটে বিজয়ী এবং সংসদ সদস্য পরাজিত হবেন বলে ভোটারদের মধ্যে আলোচনা হতে থাকে।
নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় থানা-পুলিশ উপস্থিত ছিলেন। ওই দুই ভোটার নির্বাচন শুরু হওয়ার আগে ভোট দিতে বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হন। নির্বাচনে ভরাডুবি নিশ্চিত বুঝে ভোটগ্রহণ শুরুর আগে সংসদ সদস্য মমতাজ বেগমের সমর্থক ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা কেন্দ্রে প্রবেশ করে ওই দুই ভোটারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সামনে মারধর করেন। পরে নির্বাচনী ব্যালট পেপার ছিনতাই ও আইনশৃঙ্খলা অবনতির কারণে উপজেলা শিক্ষা অফিসের সুপারভাইজার ও ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা কামরুল ইসলাম নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
এ ব্যাপারে মানিকগঞ্জ কার্যালয়ের পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, আদালতের নির্দেশনার কাগজ তাঁর হাতে পৌঁছায়নি। কাগজ পেলে নির্দেশনা মোতাবেক আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
মানিকগঞ্জের হরিরামপুরে ঝিটকা আনন্দমোহন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদের নির্বাচনে দুই অভিভাবক সদস্যকে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান, জেলা ও উপজেলা ছাত্রলীগসহ যুবলীগের নেতা-কর্মীসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ বুধবার দুপুরের দিকে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতে মামলাটি করেন মারধররে স্বীকার হওয়া অভিভাবক সদস্য মহিউদ্দিন খান মঞ্জু।
মানিকগঞ্জ জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম সরোয়ার মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। এ সময় খুব দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্তের প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।
এ মামলায় আসামিরা হলেন, হরিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিম খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ, উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি সেলিম মোল্লা ও যুবলীগ নেতা ফরিদ মোল্লা। আসামিরা মানিকগঞ্জ-২ (হরিরামপুর-সিঙ্গাইর) আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের অনুসারী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার (২৪ জুলাই) ঝিটকা আনন্দমোহন উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নির্বাচনের দিন নির্ধারণ করা হয়। নির্বাচনে সভাপতি পদে সংসদ সদস্য মমতাজ বেগম এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান প্রার্থী হন। মামলার বাদী মহিউদ্দিন খান ও সাক্ষী মিজানুর রহমান দুজনই অভিভাবক সদস্য ও ভোটার। তাঁরা দুজন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক দেওয়ান সাইদুর রহমানের সমর্থক ছিলেন। নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিপুল ভোটে বিজয়ী এবং সংসদ সদস্য পরাজিত হবেন বলে ভোটারদের মধ্যে আলোচনা হতে থাকে।
নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় থানা-পুলিশ উপস্থিত ছিলেন। ওই দুই ভোটার নির্বাচন শুরু হওয়ার আগে ভোট দিতে বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হন। নির্বাচনে ভরাডুবি নিশ্চিত বুঝে ভোটগ্রহণ শুরুর আগে সংসদ সদস্য মমতাজ বেগমের সমর্থক ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা কেন্দ্রে প্রবেশ করে ওই দুই ভোটারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সামনে মারধর করেন। পরে নির্বাচনী ব্যালট পেপার ছিনতাই ও আইনশৃঙ্খলা অবনতির কারণে উপজেলা শিক্ষা অফিসের সুপারভাইজার ও ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা কামরুল ইসলাম নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
এ ব্যাপারে মানিকগঞ্জ কার্যালয়ের পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, আদালতের নির্দেশনার কাগজ তাঁর হাতে পৌঁছায়নি। কাগজ পেলে নির্দেশনা মোতাবেক আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে