Ajker Patrika

কাভার্ড ভ্যান আটকে চাঁদা দাবি করা তিন শিক্ষার্থীকে বহিষ্কার করল ঢাবি 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ১৩
কাভার্ড ভ্যান আটকে চাঁদা দাবি করা তিন শিক্ষার্থীকে বহিষ্কার করল ঢাবি 

রাজধানীর পলাশীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মসজিদের সামনে থেকে ৬ ফেব্রুয়ারি কাভার্ড ভ্যান আটকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, পরে ১৫ হাজার টাকা ছিনিয়ে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তিন কর্মী। পরবর্তী সময়ে গ্রেপ্তার ফজলে নাভীদ অনন, রাহাত রহমান ও সাদিক আহাম্মদকে কোর্টে পাঠায় পুলিশ। সেই তিন ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমানে সেই তিন ছাত্রলীগ কর্মী কারাগারে রয়েছেন। 

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কারের অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ মঙ্গলবার সাময়িক বহিষ্কারের এই অনুমোদন প্রদান করেন। 

সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের কৃত অপরাধের জন্য ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’ মর্মে কারণ দর্শানো এবং ৭ কার্যদিবসের মধ্যে অভিযুক্তদের লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয় বিজ্ঞপ্তিতে। 

বহিষ্কৃত ফজলে নাভীদ অনন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ ও বিজয় একাত্তর হল, সাদিক আহাম্মদ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এবং বিজয় একাত্তর হল ও মো. রাহাত রহমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ ও হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থী। তাঁরা তিনজনই ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

এদিকে গত রোববার ছাত্রলীগ থেকেও তাঁদের বহিষ্কার করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত