নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী পরিচয়ে টাঙ্গাইল জেলার পুলিশ সুপারের (এসপি) ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করে একজন চাকরিপ্রত্যাশীকে কনস্টেবল পদে নিয়োগের তদবির করেন তিনি। পরে এসএমএস করে প্রার্থীর তথ্যও পাঠান সেই নারী।
গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ৯টায় কেরানীগঞ্জের আঁটিবাজার ঘাটারচর এলাকা থেকে প্রতারক নারী রুমা আক্তার (৩২) ও তাঁর স্বামী আসলাম মিয়াকে গ্রেপ্তার করেছেন পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা গোয়েন্দারা।
আজ শনিবার বিকেল ৩টায় পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের মুখপাত্র এআইজি কামরুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
তিনি জানান, ওই নারী প্রতারক আইজিপির স্ত্রীর পরিচয় দিয়ে গত ৭ নভেম্বর বেলা পৌনে ১২টায় তাঁর ব্যক্তিগত ফোন থেকে টাঙ্গাইল জেলার পুলিশ সুপারের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করে চাকরির কথা বলেন।
রুমা আক্তারের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী থানার রহমতপুর গ্রামে। তাঁর বাবার নাম রেজাউল শেখ। বর্তমানে সাভার থানার লুটেরচর গ্রামে স্বামীর সঙ্গে বসবাস করেন। তাঁদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
এ ঘটনায় আইজিপির স্ত্রী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা এসব ক্ষেত্রে সবাইকে প্রতারক থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী পরিচয়ে টাঙ্গাইল জেলার পুলিশ সুপারের (এসপি) ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করে একজন চাকরিপ্রত্যাশীকে কনস্টেবল পদে নিয়োগের তদবির করেন তিনি। পরে এসএমএস করে প্রার্থীর তথ্যও পাঠান সেই নারী।
গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ৯টায় কেরানীগঞ্জের আঁটিবাজার ঘাটারচর এলাকা থেকে প্রতারক নারী রুমা আক্তার (৩২) ও তাঁর স্বামী আসলাম মিয়াকে গ্রেপ্তার করেছেন পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা গোয়েন্দারা।
আজ শনিবার বিকেল ৩টায় পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের মুখপাত্র এআইজি কামরুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
তিনি জানান, ওই নারী প্রতারক আইজিপির স্ত্রীর পরিচয় দিয়ে গত ৭ নভেম্বর বেলা পৌনে ১২টায় তাঁর ব্যক্তিগত ফোন থেকে টাঙ্গাইল জেলার পুলিশ সুপারের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করে চাকরির কথা বলেন।
রুমা আক্তারের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী থানার রহমতপুর গ্রামে। তাঁর বাবার নাম রেজাউল শেখ। বর্তমানে সাভার থানার লুটেরচর গ্রামে স্বামীর সঙ্গে বসবাস করেন। তাঁদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
এ ঘটনায় আইজিপির স্ত্রী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা এসব ক্ষেত্রে সবাইকে প্রতারক থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪