নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় পৌনে ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাগেরহাটের সাবেক জেলা রেজিস্ট্রার ফজলার রহমানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরে মামলাটি করা হয়। সংস্থাটির উপপরিচালক কমলেশ মণ্ডল বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭ (১) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ৪ (২) ও ৪ (৩) ধারায় আসামির নামে অভিযোগ রয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, আসামি মো. ফজলার রহমানের সন্তানদের নামে মোট ২ কোটি ৮৩ লাখ ৫৬ হাজার ৩৮৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া যায়। আয়কর নথি অনুযায়ী ফজলার রহমানের মোট আয় ১ কোটি ৪১ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা। আর তাঁর পারিবারিক ব্যয় ৩৪ লাখ ১১ হাজার ৮২০ টাকা।
পারিবারিক ব্যয় বাদে তাঁর নিট আয় ১ কোটি ৭ লাখ ৬০ হাজার ৪৪৪ টাকা। এ ক্ষেত্রে ফজলার রহমানের নিজ নামে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ৯৪৫ টাকার সম্পদ অর্জন ও তা ভোগদখলে রেখে অপরাধ করেছেন।
এ ছাড়া ফজলার রহমান ছেলের নামে অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছেন।
প্রায় পৌনে ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাগেরহাটের সাবেক জেলা রেজিস্ট্রার ফজলার রহমানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরে মামলাটি করা হয়। সংস্থাটির উপপরিচালক কমলেশ মণ্ডল বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭ (১) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ৪ (২) ও ৪ (৩) ধারায় আসামির নামে অভিযোগ রয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, আসামি মো. ফজলার রহমানের সন্তানদের নামে মোট ২ কোটি ৮৩ লাখ ৫৬ হাজার ৩৮৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া যায়। আয়কর নথি অনুযায়ী ফজলার রহমানের মোট আয় ১ কোটি ৪১ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা। আর তাঁর পারিবারিক ব্যয় ৩৪ লাখ ১১ হাজার ৮২০ টাকা।
পারিবারিক ব্যয় বাদে তাঁর নিট আয় ১ কোটি ৭ লাখ ৬০ হাজার ৪৪৪ টাকা। এ ক্ষেত্রে ফজলার রহমানের নিজ নামে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ৯৪৫ টাকার সম্পদ অর্জন ও তা ভোগদখলে রেখে অপরাধ করেছেন।
এ ছাড়া ফজলার রহমান ছেলের নামে অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৭ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২১ দিন আগে