উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর তুরাগে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিপলু জামান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে তুরাগের দলিপাড়ার ভূমি অফিস-সংলগ্ন এনামুল হকের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম।
গ্রেপ্তার যুবক পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সিলন্দা গ্রামের মোক্তারুজ্জামানের ছেলে। বর্তমানে সে দলিপাড়ার এনামুল হকের বাড়ির ভাড়া থাকে।
ধর্ষণচেষ্টার অভিযোগে তুরাগ থানার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলী আজম আজকের পত্রিকাকে বলেন, ‘দলিপাড়ার এনামুল হকের ভাড়া বাড়িতে বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির মা বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্ত শিপলু জামানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে নেওয়া হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’
আলী আজম বলেন, ‘মাগরিবের ওয়াক্তের সময় শিশুটির মা ও দাদি নামাজ পড়ছিলেন। ঠিক তখন ওই যুবক শিশুটিকে লিচুর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি চিৎকার করলে শিশুটির মা তাকে ডেকে নিয়ে গিয়ে বিষয়টি জানতে পারেন।’
ভুক্তভোগী শিশুর মা আজকের পত্রিকাকে বলেন, ‘ওই বাড়ি একটি ফ্যামিলি বাসা। সেখানে আমরা সবাই এক পরিবারের মতো থাকি। কিন্তু আমার পাশের ফ্ল্যাটের শিপলু জামান ও তার স্ত্রীর মধ্যে ছয় মাস আগে ঝগড়া হয়েছিল। তখনই তার স্ত্রী চলে গিয়েছিল। স্ত্রী চলে যাওয়ার পর বাসার ছোট ছোট শিশুর দিকে কুনজর দিতে থাকে শিপলু। একদিন তাকে অন্য এক শিশুর সঙ্গে অশালীন কাজের চেষ্টা করতে দেখে আমি বিষয়টি বাড়ির ম্যানেজারকে জানাই। তবু তিনি ব্যবস্থা নেননি। অবশেষে আমার মেয়েকেই ধর্ষণের চেষ্টা করা হলো।’
এ সময় তিনি এমন ন্যক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
রাজধানীর তুরাগে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিপলু জামান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে তুরাগের দলিপাড়ার ভূমি অফিস-সংলগ্ন এনামুল হকের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম।
গ্রেপ্তার যুবক পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সিলন্দা গ্রামের মোক্তারুজ্জামানের ছেলে। বর্তমানে সে দলিপাড়ার এনামুল হকের বাড়ির ভাড়া থাকে।
ধর্ষণচেষ্টার অভিযোগে তুরাগ থানার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলী আজম আজকের পত্রিকাকে বলেন, ‘দলিপাড়ার এনামুল হকের ভাড়া বাড়িতে বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির মা বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্ত শিপলু জামানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে নেওয়া হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’
আলী আজম বলেন, ‘মাগরিবের ওয়াক্তের সময় শিশুটির মা ও দাদি নামাজ পড়ছিলেন। ঠিক তখন ওই যুবক শিশুটিকে লিচুর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি চিৎকার করলে শিশুটির মা তাকে ডেকে নিয়ে গিয়ে বিষয়টি জানতে পারেন।’
ভুক্তভোগী শিশুর মা আজকের পত্রিকাকে বলেন, ‘ওই বাড়ি একটি ফ্যামিলি বাসা। সেখানে আমরা সবাই এক পরিবারের মতো থাকি। কিন্তু আমার পাশের ফ্ল্যাটের শিপলু জামান ও তার স্ত্রীর মধ্যে ছয় মাস আগে ঝগড়া হয়েছিল। তখনই তার স্ত্রী চলে গিয়েছিল। স্ত্রী চলে যাওয়ার পর বাসার ছোট ছোট শিশুর দিকে কুনজর দিতে থাকে শিপলু। একদিন তাকে অন্য এক শিশুর সঙ্গে অশালীন কাজের চেষ্টা করতে দেখে আমি বিষয়টি বাড়ির ম্যানেজারকে জানাই। তবু তিনি ব্যবস্থা নেননি। অবশেষে আমার মেয়েকেই ধর্ষণের চেষ্টা করা হলো।’
এ সময় তিনি এমন ন্যক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৬ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৫ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫