Ajker Patrika

আদালত থেকে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি দেশেই আছে: সিটিটিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৯: ২৭
আদালত থেকে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি দেশেই আছে: সিটিটিসি

আদালত থেকে ছিনিয়ে নেওয়া জঙ্গিরা এখনো দেশেই আছেন। তবে সিফাত ও সোহেল আলাদা জায়গায় অবস্থান করছেন। সংগঠনের শীর্ষ নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা পৃথক স্থানে অবস্থান করছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান। 

আসাদুজ্জামান বলেন, ‘পলাতক দুই জঙ্গি দেশেই রয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ 

জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়কারী ও ছিনিয়ে নেওয়া এক জঙ্গির স্ত্রী ফাতিহা তাসনীম শিখা এবং ছিনিয়ে নেওয়া জঙ্গিদের আশ্রয়দাতা হুসনা আক্তারকে গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে গ্রেপ্তার করে সিটিটিসি। তাঁদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের বিশেষায়িত এই ইউনিটের প্রধান। 

ছয় মাসের নিখুঁত পরিকল্পনায় আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া হয় জঙ্গি মইনুল হাসান শামিম ওরফে সিফাত এবং মো. আবু সিদ্দিক সোহেলকে। এই ছিনতাই মিশনের মূল সমন্বয়কারীর কাজ করেছেন ফাতিহা তাসনিম শিখা। এমন দাবি পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামানের। 

আসাদুজ্জামান আরও বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আনসার আল ইসলামের” শীর্ষ নেতৃবৃন্দের পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক গত বছর নভেম্বরে আদালতের কার্যক্রম শেষে পুলিশের ওপর আক্রমণ করে জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়। শিখা (৩১) এই কার্যক্রমে প্রত্যক্ষভাবে অংশ নেন। পরিচয় গোপন করে সংগঠনের সদস্যরা জঙ্গি ছিনতাইয়ের পুরো পরিকল্পনা, প্রস্তুতি ও সমন্বয় করার উদ্দেশ্যে ঢাকা এবং এর পার্শ্ববর্তী জেলায় একাধিক আনসার হাউস ভাড়া নেন। সেখানে আনসার আল ইসলামের শীর্ষ এবং সামরিক শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা আয়মান, শিখাসহ অনেকেই অন্য সদস্যদের নিয়ে নিয়মিত বৈঠক করতেন।’ 

গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিটিটিসির প্রধান বলেন, ‘ঘটনার প্রায় ছয় মাস আগে থেকে জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে হাজিরা দেওয়ার সময় এই পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। পরিকল্পনার সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় শিখাকে। ঘটনার দিন তিনি সিজেএম কোর্ট এলাকায় এসে কৌশলে তাঁর বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ছিনতাইয়ের ঘটনায় নেতৃত্ব দেওয়া মশিউর রহমান আরমানসহ আনসার আল ইসলামের অন্য সদস্যের সঙ্গে যোগাযোগ করে পুরো পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ করেন।’ 

ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিকে দ্রুতই গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত