Ajker Patrika

মির্জাপুরে পারিবারিক কলহের জেরে বাবাকে পিটিয়ে হত্যা 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুরে পারিবারিক কলহের জেরে বাবাকে পিটিয়ে হত্যা 

টাঙ্গাইলের মির্জাপুরে পারিবারিক কলহের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্দে। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন ওরফে দুখু মিয়া (৫৫)। এ ঘটনার পর অভিযুক্ত ছেলে লিটন মিয়া পালিয়ে গেলেও তাঁর স্ত্রী রাশেদাকে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুখু মিয়ার স্ত্রীর সঙ্গে ছেলের স্ত্রী রাশেদা বেগমের প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকত। বুধবার শাশুড়ি-ছেলের স্ত্রীর মধ্যে পাটশোলা নিয়ে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। এরই জেরে শশুর দুখু মিয়া তাঁর স্ত্রীর পক্ষ নিয়ে ছেলের বৌর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। শশুর ছেলের বৌর হাতাহাতির এ দৃশ্য বাড়ির অপর পাশ থেকে ছেলে লিটন দেখতে পেয়ে বৈঠা নিয়ে এসে তাঁর বাবাকে এলোপাথাড়ি পেটাতে থাকেন। এতে শরীরে ও মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই দুখু মিয়ার মৃত্যু হয়। 

ঘটনার সময় উপস্থিত পাশের বাড়ির রওশনারা বেগম ও মজনু মিয়া জানান, কথা-কাটাকাটির পর ছেলের স্ত্রীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুখু মিয়া। তাঁদের হাতাহাতির এই দৃশ্য দেখে বাড়ির পাশের ডুবার ওপাশে থাকা ছেলে লিটন সাতরে বাড়িতে এসে বৈঠা দিয়ে তাঁর বাবাকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। বৈঠার আঘাত মাথায় লাগলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর লিটন দৌঁড়ে পালিয়ে যান। খবর পেয়ে মির্জাপুর থানা-পুলিশ এসে ছেলের স্ত্রীকে আটক করে। 

এ বিষয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, বাবা ছেলে পেশায় দিনমজুর। মাঝে মধ্যে তাঁদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। বুধবার পারিবারিক কলহের জের ধরে ছেলে তাঁর বাবাকে বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করেন। 

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ছেলে লিটনকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত