সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ওএসডি, স্ত্রী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০০: ১৭
Thumbnail image

সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁর স্থলে দায়িত্ব পেয়েছেন বোর্ডের পরিচালক (আইটিসি) অধ্যাপক মামুন উল হক। 

আজ রোববার রাতে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য জানান। 

তিনি বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবরকে ওএসডি করা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের পরিচালক অধ্যাপক মামুন উল হককে। এ সংক্রান্ত নথি মন্ত্রী স্বাক্ষর করেছেন। আগামীকাল সোমবার (২২ এপ্রিল) ওয়েবসাইটে অফিস আদেশটি প্রকাশ করা হবে। 

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মামুন উল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। তবে এখনো অফিস আদেশ হাতে পাইনি।’ 

এর আগে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সার্টিফিকেট ও মার্কশিট ক্রয়–বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বোর্ড চেয়ারম্যানের আলী আকবরের স্ত্রী সেহেলা পারভীনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

গত ১ এপ্রিল একই অভিযোগে গ্রেপ্তার হন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান।

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত