Ajker Patrika

পাংশায় অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার ২ 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৭: ২৯
পাংশায় অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার ২ 

রাজবাড়ীর পাংশায় অস্ত্র, গুলিসহ সালমান শাহ্ ও কাজল নামের দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর গ্রামের শাহজাহান মিয়ার মেহগনি বাগান থেকে আসামিদের অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টায় আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পাংশা মডেল থানায় প্রেস কনফারেন্স করে থানা–পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গী গ্রামের লম্বা ছাত্তারের ছেলে সালমান শাহ্ (২৭) ও একই ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের অনাথ আলীর ছেলে কাজল (২৬)। 

প্রেস কনফারেন্সে সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামি সালমান শাহের কাছ থেকে একটি লোহার তৈরি (দেশীয়) একনলা বন্দুক ও বন্দুকে লোড করা একটি তাজা কার্তুজ ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপর আসামি কাজলের কাছ থেকে একটি লোহার তৈরি (দেশীয়) একনলা বন্দুক, বন্দুকে লোড করা একটি তাজা কার্তুজ, পাঁচটি গুলি লোড করা চেম্বারবিশিষ্ট লোহার তৈরি (বিদেশি) একটি রিভলবার ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘আসামি সালমান শাহের বিরুদ্ধে পাংশা থানাসহ বাংলাদেশের বিভিন্ন থানায় দুটি হত্যা মামলা, একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা, একটি বিস্ফোরক মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ১২টি মামলা রয়েছে। আসামি কাজলের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, একটি বিস্ফোরক মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ১২টি মামলা রয়েছে। তাঁদের কাছে থাকা অস্ত্র দিয়ে বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরা দুজনই এলাকার চিহ্নিত সন্ত্রাসী।’ 

মাসুদুর রহমান আরও বলেন, ‘আসামিদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় আজ সোমবার নিয়মিত মামলা রুজু করা হয় এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত