Ajker Patrika

মাদারীপুরে খালে ধরা পড়া কুমির মারা হলো পিটিয়ে

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে খাল থেকে ধরে এনে পিটিয়ে মারা কুমির। ছবি: আজকের পত্রিকা
মাদারীপুরের কালকিনিতে খাল থেকে ধরে এনে পিটিয়ে মারা কুমির। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের কালকিনিতে খাল থেকে একটি কুমির ধরে এনে পিটিয়ে মারা হয়েছে। আজ শনিবার বেলা ১টার দিকে সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কালকিনির পালরদী নদীতে কিছুদিন ধরে একটি কুমির দেখা যাচ্ছিল। এ বিষয়ে উপজেলা প্রশাসন মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করে দেয়।

শনিবার নতুন আন্ডারচরে নদীর সংযোগ খালে কুমিরটির সন্ধান পাওয়া যায়। পরে এলাকাবাসী ফাঁদ পেতে প্রাণীটিকে আটক করে রশি দিয়ে বেঁধে ফেলে। বিষয়টি জানাজানি হলে অনেকে সেখানে ভিড় জমান। একপর্যায়ে উৎসুক জনতা কুমিরটিকে পিটিয়ে হত্যা করে।

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, কুমির আটকের খবর পেয়ে বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হয়েছিল। কিন্তু উৎসুক জনতা আগেই প্রাণীটিকে পিটিয়ে মেরে ফেলে। এভাবে বন্য প্রাণী হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত