সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের আট দিন পর পৌরসভার বাগমহিষা ঋষিপাড়া এলাকার ডোবা থেকে ফয়সাল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে র্যাব-১১। আজ শুক্রবার ভোরে এই মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে ঋষিপাড়া এলাকা থেকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপূর্ব শীলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফয়সাল মিয়া সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। এদিকে গ্রেপ্তার হওয়া অপূর্ব শীল পৌরসভার বাগমহিষা ঋষিপাড়া গ্রামের তপন শীলের ছেলে।
র্যাব-১১-এর (সিইও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, গত ২৬ জানুয়ারি রাতে ফয়সাল মামার বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তাঁর মামা মানিক বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে র্যাব তদন্ত করে ফয়সালের মোবাইল নম্বর প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে অপূর্ব শীলকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তানভীর মাহমুদ পাশা আরও জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের আট দিন পর পৌরসভার বাগমহিষা ঋষিপাড়া এলাকার ডোবা থেকে ফয়সাল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে র্যাব-১১। আজ শুক্রবার ভোরে এই মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে ঋষিপাড়া এলাকা থেকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপূর্ব শীলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফয়সাল মিয়া সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। এদিকে গ্রেপ্তার হওয়া অপূর্ব শীল পৌরসভার বাগমহিষা ঋষিপাড়া গ্রামের তপন শীলের ছেলে।
র্যাব-১১-এর (সিইও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, গত ২৬ জানুয়ারি রাতে ফয়সাল মামার বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তাঁর মামা মানিক বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে র্যাব তদন্ত করে ফয়সালের মোবাইল নম্বর প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে অপূর্ব শীলকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তানভীর মাহমুদ পাশা আরও জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৭ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে