নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নীলক্ষেত এলাকায় মুখোমুখি অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষে কয়েকজন জখম হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে। চার প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে। তবে রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১টা ১০ পর্যন্ত সংঘাত থামেনি। পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
এ পরিস্থিতিতে সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস–পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা শিক্ষার্থীদের আহ্বান করব, তারা যেন শান্ত থাকে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হবে, আগামীকাল কোনো ক্লাস–পরীক্ষা হবে না।’
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে আসা ৭ কলেজের শিক্ষার্থীদের রুখে দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এদিকে তিনটি হলের সামনে সতর্ক অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। রাত সাড়ে ১২টার সময় এমন চিত্র দেখা গেছে। নীলক্ষেত, নিউমার্কেট এলাকার পরিস্থিতি আগের চেয়ে কিছুটা শান্ত রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক ও হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীরা নিজ নিজ হলের সামনে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছেন।
হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী সাবের আজকের পত্রিকাকে বলেন, ‘সাত কলেজের শিক্ষার্থীরা আগ বাড়িয়ে ঝামেলা করার চেষ্টা করছে, আমরা তাই সতর্ক অবস্থানে আছি। আমরা কোনো সংঘাতে জড়াতে চাই না।’
এর আগে রাত ১১টা থেকেই ৭ কলেজের শিক্ষার্থীরা উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া চলে। সোয়া ১২টার দিকে ঢাবি শিক্ষার্থীরা সাত কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নীলক্ষেত মোড় পার করে দেয়। সাত কলেজ শিক্ষার্থীরা নিউমার্কেট ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে।
রাজধানীর নীলক্ষেত এলাকায় মুখোমুখি অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষে কয়েকজন জখম হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে। চার প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে। তবে রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১টা ১০ পর্যন্ত সংঘাত থামেনি। পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
এ পরিস্থিতিতে সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস–পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা শিক্ষার্থীদের আহ্বান করব, তারা যেন শান্ত থাকে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হবে, আগামীকাল কোনো ক্লাস–পরীক্ষা হবে না।’
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে আসা ৭ কলেজের শিক্ষার্থীদের রুখে দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এদিকে তিনটি হলের সামনে সতর্ক অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। রাত সাড়ে ১২টার সময় এমন চিত্র দেখা গেছে। নীলক্ষেত, নিউমার্কেট এলাকার পরিস্থিতি আগের চেয়ে কিছুটা শান্ত রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক ও হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীরা নিজ নিজ হলের সামনে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছেন।
হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী সাবের আজকের পত্রিকাকে বলেন, ‘সাত কলেজের শিক্ষার্থীরা আগ বাড়িয়ে ঝামেলা করার চেষ্টা করছে, আমরা তাই সতর্ক অবস্থানে আছি। আমরা কোনো সংঘাতে জড়াতে চাই না।’
এর আগে রাত ১১টা থেকেই ৭ কলেজের শিক্ষার্থীরা উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া চলে। সোয়া ১২টার দিকে ঢাবি শিক্ষার্থীরা সাত কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নীলক্ষেত মোড় পার করে দেয়। সাত কলেজ শিক্ষার্থীরা নিউমার্কেট ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪