অনলাইন ডেস্ক
পাই কোম্পানির প্রতিষ্ঠাতা স্যার স্ট্যানলি থমাসের নাতি ডিলান থমাসকে (২৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। এক বছর আগে কার্ডিফের ল্যান্ডাফ এলাকায় নিজ বাড়িতে ক্রিসমাসের আগের রাতে বন্ধুকে ‘নৃশংসভাবে’ হত্যা করেন থমাস।
আদালতের নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর থমাস তাঁর বন্ধু উইলিয়াম বুশকে (২৩) একটি সবজি কাটার ছুরি এবং একটি ফ্লিক ছুরি দিয়ে ৩৭ বার আঘাত করেন। থমাস তাঁর বন্ধুকে হত্যার পর ধর থেকে মাথা আলাদা করে ফেলেন।
পুলিশ তদন্তের পর জানায়, এই ঘটনার কয়েক ঘণ্টা আগে থমাস ইন্টারনেটে গলার শারীরবৃত্তীয় গঠন সম্পর্কে বিভিন্ন তথ্য খুঁজেছিলেন। থমাস নরহত্যার অভিযোগ স্বীকার করলেও, বন্ধুকে হত্যার অভিযোগ অস্বীকার করেন।
আদালতে কৌঁসুলিরা দাবি করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যদিও সে সময় থমাস মানসিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু তিনি সচেতনভাবেই এই নৃশংস হত্যাকাণ্ড চালান।
উইলিয়াম বুশের বোন ক্যাটরিন এই হত্যাকাণ্ডকে ‘বর্বর ও নির্মম’ বলে বর্ণনা করেন। তাঁর বাবা জন বলেন, ‘এই ঘটনা আমাদের জীবন ওলটপালট করে দিয়েছে।’
বুশের প্রেমিকা এলা জেফারিজ বলেন, ‘উইলিয়াম আমার জীবনের ভালোবাসা ছিল। তার মৃত্যুতে আমি আমাদের স্বপ্ন ও ভবিষ্যৎ হারিয়েছি।’
থমাসের আইনজীবী জানান, থমাস দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন। তিনি সঠিক সময়ে চিকিৎসা নিতে ব্যর্থ হন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর থমাস নিজেকে যিশু দাবি করেন এবং পুলিশ কর্মকর্তাদের ‘ঈশ্বরের কাছে চাকরি’ দেওয়ার প্রস্তাব দেন।
বিচারক স্টেইন এই হত্যাকে ‘খুবই ভয়ংকর’ বলে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন, থমাস তাঁর বন্ধুকে নিজ ঘরে আক্রমণ করেন, যেখানে বুশ নিজেকে নিরাপদ মনে করতেন।
ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের ক্রিস ইভান্স এই হত্যাকাণ্ডকে ‘সহিংসতার চরম দৃষ্টান্ত’ বলে মন্তব্য করেন। সাউথ ওয়েলস পুলিশ এই ঘটনাটিকে একজন ঘনিষ্ঠ বন্ধুর দ্বারা ‘বিশ্বাসঘাতকতার চূড়ান্ত’ উদাহরণ হিসেবে বর্ণনা করে।
১৯৫০–এর দশকে থমাসের পরিবার ‘পিটারস পাই’স নামে একটি খাদ্য প্রস্তুতকারী সংস্থা প্রতিষ্ঠা করে। সাউথ ওয়েলস ভ্যালিতে ও আশপাশের এলাকায় সসেজ রোল, পাই এবং প্যাস্টি বিক্রি করত এই কোম্পানি। ১৯৮৮ সালে তারা এটি বিক্রি করে দেয়।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ডিলান থমাসকে অন্তত ১৯ বছর কারাগারে কাটাতে হবে। যেখানে তিনি ২ হাজার ৫০০ কোটি টাকা বেশি সম্পদের উত্তরাধিকারী!
পাই কোম্পানির প্রতিষ্ঠাতা স্যার স্ট্যানলি থমাসের নাতি ডিলান থমাসকে (২৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। এক বছর আগে কার্ডিফের ল্যান্ডাফ এলাকায় নিজ বাড়িতে ক্রিসমাসের আগের রাতে বন্ধুকে ‘নৃশংসভাবে’ হত্যা করেন থমাস।
আদালতের নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর থমাস তাঁর বন্ধু উইলিয়াম বুশকে (২৩) একটি সবজি কাটার ছুরি এবং একটি ফ্লিক ছুরি দিয়ে ৩৭ বার আঘাত করেন। থমাস তাঁর বন্ধুকে হত্যার পর ধর থেকে মাথা আলাদা করে ফেলেন।
পুলিশ তদন্তের পর জানায়, এই ঘটনার কয়েক ঘণ্টা আগে থমাস ইন্টারনেটে গলার শারীরবৃত্তীয় গঠন সম্পর্কে বিভিন্ন তথ্য খুঁজেছিলেন। থমাস নরহত্যার অভিযোগ স্বীকার করলেও, বন্ধুকে হত্যার অভিযোগ অস্বীকার করেন।
আদালতে কৌঁসুলিরা দাবি করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যদিও সে সময় থমাস মানসিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু তিনি সচেতনভাবেই এই নৃশংস হত্যাকাণ্ড চালান।
উইলিয়াম বুশের বোন ক্যাটরিন এই হত্যাকাণ্ডকে ‘বর্বর ও নির্মম’ বলে বর্ণনা করেন। তাঁর বাবা জন বলেন, ‘এই ঘটনা আমাদের জীবন ওলটপালট করে দিয়েছে।’
বুশের প্রেমিকা এলা জেফারিজ বলেন, ‘উইলিয়াম আমার জীবনের ভালোবাসা ছিল। তার মৃত্যুতে আমি আমাদের স্বপ্ন ও ভবিষ্যৎ হারিয়েছি।’
থমাসের আইনজীবী জানান, থমাস দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন। তিনি সঠিক সময়ে চিকিৎসা নিতে ব্যর্থ হন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর থমাস নিজেকে যিশু দাবি করেন এবং পুলিশ কর্মকর্তাদের ‘ঈশ্বরের কাছে চাকরি’ দেওয়ার প্রস্তাব দেন।
বিচারক স্টেইন এই হত্যাকে ‘খুবই ভয়ংকর’ বলে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন, থমাস তাঁর বন্ধুকে নিজ ঘরে আক্রমণ করেন, যেখানে বুশ নিজেকে নিরাপদ মনে করতেন।
ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের ক্রিস ইভান্স এই হত্যাকাণ্ডকে ‘সহিংসতার চরম দৃষ্টান্ত’ বলে মন্তব্য করেন। সাউথ ওয়েলস পুলিশ এই ঘটনাটিকে একজন ঘনিষ্ঠ বন্ধুর দ্বারা ‘বিশ্বাসঘাতকতার চূড়ান্ত’ উদাহরণ হিসেবে বর্ণনা করে।
১৯৫০–এর দশকে থমাসের পরিবার ‘পিটারস পাই’স নামে একটি খাদ্য প্রস্তুতকারী সংস্থা প্রতিষ্ঠা করে। সাউথ ওয়েলস ভ্যালিতে ও আশপাশের এলাকায় সসেজ রোল, পাই এবং প্যাস্টি বিক্রি করত এই কোম্পানি। ১৯৮৮ সালে তারা এটি বিক্রি করে দেয়।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ডিলান থমাসকে অন্তত ১৯ বছর কারাগারে কাটাতে হবে। যেখানে তিনি ২ হাজার ৫০০ কোটি টাকা বেশি সম্পদের উত্তরাধিকারী!
সিরিয়ার নতুন শাসকগোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সঙ্গে সংশ্লিষ্ট যোদ্ধারা গত ৭২ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। যাঁদের প্রায় সবাই ছিলেন ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদ সরকারের কর্মকর্তা। সিরিয়া নিয়ে...
৩ ঘণ্টা আগেঅভিবাসী নিয়ে দ্বন্দ্বে পাল্টাপাল্টি শুল্ক আরোপের হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া। কলম্বিয়া অভিবাসী বহনকারী দুটি মার্কিন সামরিক উড়োজাহাজ অবতরণ করতে না দিলে এ দ্বন্দ্বের সূচনা হয়েছিল। তবে এ দ্বন্দ্ব বাণিজ্যযুদ্ধে পরিণত হওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট...
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের আয়তন শিগগির বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র শিগগিরই নতুন ভূখণ্ড অর্জন করতে পারে। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় তিনি এই ইঙ্গিত দেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের...
৪ ঘণ্টা আগেমধ্যস্থতাকারী কাতার আজ সোমবার সকালে ঘোষণা করেছে, এক ইসরায়েলি বেসামরিক বন্দীর মুক্তির বিনিময়ে ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে—এই মর্মে একটি চুক্তি হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে। এই চুক্তি ইসরায়েল ও হামাসের মধ্যে নাজুক অস্ত্রবিরতির প্রথম বড় সংকট নিরসনে সহায়তা করবে।
৫ ঘণ্টা আগে