Ajker Patrika

পরকীয়ায় আসক্ত স্বামীর বিরুদ্ধে থানায় গৃহবধূর অভিযোগ

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১০: ০৯
পরকীয়ায় আসক্ত স্বামীর বিরুদ্ধে থানায় গৃহবধূর অভিযোগ

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে ‘পরকীয়ায় আসক্ত’ স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন এক গৃহবধূ। মঙ্গলবার (২৯ আগস্ট) উপজেলার ধীপুর ইউনিয়নের মাহাবুব মোল্লার (৪৬) স্ত্রী মুছাদ্দেকা আক্তার রুপালী (৩২) এই অভিযোগ দেন।

রুপালী অভিযোগে বলেন, তিনি আড়িয়ল ইউনিয়নের কুরমিরা গ্রামের নুর ইসলাম শেখের মেয়ে। ২০১৬ সালে মৃত হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লার সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের ঘরে ৫ ও ৬ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। বিয়ের পরে প্রায় সময়ই স্বামী রাতে বাড়িতে থাকতেন না। পরে জানতে পারেন বিভিন্ন নারীর সঙ্গে তাঁর সম্পর্ক। নিষেধ করলে বিভিন্ন অজুহাতে তাঁকে যৌতুকের জন্য মারধর করেন।

কিছুদিন আগে মাহাবুব মোল্লার মোবাইল ফোনে উপজেলার আমতলী গ্রামের এক তিন সন্তানের মায়ের সঙ্গে পরকীয়া করার ছবি দেখতে পান রুপালী। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছে বিচার দেন। তাঁরা সালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন।

মাহাবুব মোল্লা অভিযোগ স্বীকার করে বলেন, গোপনে তিনি ওই নারীর সঙ্গে সম্পর্ক করেছেন। এ বিষয়ে ধীপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. সালাম বলেন, ‘বিষয়টি নিয়ে কয়েকবার গ্রাম্য সালিস করেও মাহাবুব মোল্লাকে পরকীয়া থেকে ফেরাতে পারি নাই।’

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত