নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে কিশোর গ্যাংয়ের হামলায় সাজ্জাদ হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে পৌর এলাকার আড়াপড়া মহল্লায় হত্যার এ ঘটনা ঘটে।
আজ শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত সাজ্জাদ হোসেন রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার ছাতা মসজিদ এলাকার মো. শাহীন আলমের ছেলে। তিনি আড়াপাড়ার কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে ফার্নিচারের দোকানে রংমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে কিশোর গ্যাং নেতা স্বপনের দুই সহযোগীর সঙ্গে সাজ্জাদ ও তাঁর বন্ধুদের হাতাহাতি হয়। খবর পেয়ে স্বপন কয়েকজন সহযোগী নিয়ে সেখানে গিয়ে সাজ্জাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাপ্পি মিয়া নামে নিহতের এক আত্মীয় বলেন, ‘স্বপন দুর্ধর্ষ প্রকৃতির তরুণ। তিনি একাধিক হত্যা, ছিনতাই ও মাদক মামলার আসামি। স্বপনের নেতৃত্বেই সাজ্জাদকে হত্যা করা হয়েছে।’
নিহতের খালু নজরুল ইসলাম বলেন, ‘সাজ্জাদ ও তাঁর বন্ধুরা শুক্রবার রাতে আড়াপাড়া বালুর মাঠে আড্ডা দিচ্ছিলেন। রাত ১১টার দিকে কিশোর গ্যাং নেতা স্বপনের দুই সদস্য রিকশাযোগে সেখান দিয়ে যাওয়ার সময় সাজ্জাদ ও তাঁর বন্ধুদের পরিচয় জানতে চান। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাজ্জাদের বন্ধুরা স্বপনের দুই সহযোগীকে চড়-থাপ্পড় দেন। এ নিয়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর পরপরই স্বপনের দুই সহযোগী ঘটনাস্থল ত্যাগ করেন। এর প্রায় দেড় ঘণ্টা পর স্বপনসহ তাঁর গ্যাংয়ের আরও সাত-আটজন গিয়ে সাজ্জাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্জামান আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
ঢাকার সাভারে কিশোর গ্যাংয়ের হামলায় সাজ্জাদ হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে পৌর এলাকার আড়াপড়া মহল্লায় হত্যার এ ঘটনা ঘটে।
আজ শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত সাজ্জাদ হোসেন রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার ছাতা মসজিদ এলাকার মো. শাহীন আলমের ছেলে। তিনি আড়াপাড়ার কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে ফার্নিচারের দোকানে রংমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে কিশোর গ্যাং নেতা স্বপনের দুই সহযোগীর সঙ্গে সাজ্জাদ ও তাঁর বন্ধুদের হাতাহাতি হয়। খবর পেয়ে স্বপন কয়েকজন সহযোগী নিয়ে সেখানে গিয়ে সাজ্জাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাপ্পি মিয়া নামে নিহতের এক আত্মীয় বলেন, ‘স্বপন দুর্ধর্ষ প্রকৃতির তরুণ। তিনি একাধিক হত্যা, ছিনতাই ও মাদক মামলার আসামি। স্বপনের নেতৃত্বেই সাজ্জাদকে হত্যা করা হয়েছে।’
নিহতের খালু নজরুল ইসলাম বলেন, ‘সাজ্জাদ ও তাঁর বন্ধুরা শুক্রবার রাতে আড়াপাড়া বালুর মাঠে আড্ডা দিচ্ছিলেন। রাত ১১টার দিকে কিশোর গ্যাং নেতা স্বপনের দুই সদস্য রিকশাযোগে সেখান দিয়ে যাওয়ার সময় সাজ্জাদ ও তাঁর বন্ধুদের পরিচয় জানতে চান। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাজ্জাদের বন্ধুরা স্বপনের দুই সহযোগীকে চড়-থাপ্পড় দেন। এ নিয়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর পরপরই স্বপনের দুই সহযোগী ঘটনাস্থল ত্যাগ করেন। এর প্রায় দেড় ঘণ্টা পর স্বপনসহ তাঁর গ্যাংয়ের আরও সাত-আটজন গিয়ে সাজ্জাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্জামান আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৪ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৪ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৮ দিন আগে