নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীরা মুখোমুখী অবস্থান নিয়েছেন। আজ রোববার (২৬ জানুয়ারি) রাতে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন। রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের ইট-পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। সাত কলেজের শিক্ষার্থীরা নিলক্ষেত মোড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন।
সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবি এলাকায় প্রবেশ করতে চাইলে ঢাবি শিক্ষার্থীরা ধাওয়া দেন। আবার সাত কলেজেরে শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে ঢাবি শিক্ষার্থীরা ভেতরে চলে যান। দুই পক্ষের মধ্যে উত্তেজনাময় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেন্ড ছুড়েছে।
জানা গেছে, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসির ভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়ে মিছিল নিয়ে ঢাকা কলেজ থেকে কয়েকশ শিক্ষার্থী রাতে বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেন। খবর পেয়ে গণতন্ত্র ও মুক্তি তোরণের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিতে থাকেন।
এর আগে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। পাঁচ দফা দাবিতে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। এতে সায়েন্স ল্যাব এলাকা, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, বিকেলে সাত কলেজের শিক্ষার্থীরা ভর্তির আসন কমানোসহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাবির প্রোভিসি এবং কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলতে যান।
সাত কলেজের শিক্ষার্থীদের দাবির প্রতি গুরুত্ব না দেওয়ার প্রতিক্রিয়ায় সড়ক অবরোধ করেন তাঁরা।
ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ বলেন, সাত কলেজে ভর্তির আসন কমানোসহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসিসহ ইউনিটের দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে দেখা করেন। শিক্ষকেরা নাকি তাঁদের কথার কোনো গুরুত্ব দেননি। তাই তাঁরা তাঁদের দাবি মেনে নেওয়ার দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক অবরোধ করেছেন।
তিনি বলেন, সায়েন্স ল্যাবরেটরি মোড়সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
রাজধানীর নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীরা মুখোমুখী অবস্থান নিয়েছেন। আজ রোববার (২৬ জানুয়ারি) রাতে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন। রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের ইট-পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। সাত কলেজের শিক্ষার্থীরা নিলক্ষেত মোড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন।
সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবি এলাকায় প্রবেশ করতে চাইলে ঢাবি শিক্ষার্থীরা ধাওয়া দেন। আবার সাত কলেজেরে শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে ঢাবি শিক্ষার্থীরা ভেতরে চলে যান। দুই পক্ষের মধ্যে উত্তেজনাময় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেন্ড ছুড়েছে।
জানা গেছে, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসির ভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়ে মিছিল নিয়ে ঢাকা কলেজ থেকে কয়েকশ শিক্ষার্থী রাতে বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেন। খবর পেয়ে গণতন্ত্র ও মুক্তি তোরণের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিতে থাকেন।
এর আগে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। পাঁচ দফা দাবিতে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। এতে সায়েন্স ল্যাব এলাকা, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, বিকেলে সাত কলেজের শিক্ষার্থীরা ভর্তির আসন কমানোসহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাবির প্রোভিসি এবং কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলতে যান।
সাত কলেজের শিক্ষার্থীদের দাবির প্রতি গুরুত্ব না দেওয়ার প্রতিক্রিয়ায় সড়ক অবরোধ করেন তাঁরা।
ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ বলেন, সাত কলেজে ভর্তির আসন কমানোসহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসিসহ ইউনিটের দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে দেখা করেন। শিক্ষকেরা নাকি তাঁদের কথার কোনো গুরুত্ব দেননি। তাই তাঁরা তাঁদের দাবি মেনে নেওয়ার দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক অবরোধ করেছেন।
তিনি বলেন, সায়েন্স ল্যাবরেটরি মোড়সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪