নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১০ বছরেরও বেশি আগের নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ দুই নেতাসহ ৯৬ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
ওই আদালতের সরকারি কৌঁসুলি (এপিপি) মো. হেমায়েত উদ্দিন খান হিরণ আজকের পত্রিকাকে বলেন, বিচার অভিযোগ গঠন করে আদালত আগামী ১৭ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন রেখেছেন।
শুনানির আগে জামায়াতের কেন্দ্রীয় আমির শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামিদের মধ্যে ৭৬ জন আদালতে হাজির ছিলেন। বাকি ২০ জন পলাতক রয়েছেন। আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৫ নভেম্বর সকাল ১০টায় মতিঝিলের সার্কুলার রোডের হোটেল মতিঝিলের সামনে শীর্ষ জামায়াত নেতাদের মুক্তির দাবিতে ২০০–৩০০ জামায়াত শিবিরকর্মী মিছিল–সমাবেশ করেন। গোলাম পরওয়ার ও শফিকুর রহমান এই মিছিলে নেতৃত্ব দেন। ওই মিছিল থেকে রাস্তায় চলাচলকারী গাড়ি ভাঙচুর দুইটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন মিছিলকারীরা। জামায়াত শিবিরকর্মীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেন।
এ ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জের মিজানুর রহমান সুমন মতিঝিল থানায় নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করেন। তাঁর মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে মামলায় অভিযোগ করেন। মামলায় ৬২ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা ২০০–৩০০ জামায়াত শিবিরকর্মীকেও আসামি করা হয়।
তদন্ত শেষে মতিঝিল থানার এসআই আউয়াল হোসেন ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর ৯৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। এর মধ্যে আব্দুল জব্বার নামে এক আসামি মৃত্যুবরণ করেছেন।
১০ বছরেরও বেশি আগের নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ দুই নেতাসহ ৯৬ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
ওই আদালতের সরকারি কৌঁসুলি (এপিপি) মো. হেমায়েত উদ্দিন খান হিরণ আজকের পত্রিকাকে বলেন, বিচার অভিযোগ গঠন করে আদালত আগামী ১৭ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন রেখেছেন।
শুনানির আগে জামায়াতের কেন্দ্রীয় আমির শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামিদের মধ্যে ৭৬ জন আদালতে হাজির ছিলেন। বাকি ২০ জন পলাতক রয়েছেন। আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৫ নভেম্বর সকাল ১০টায় মতিঝিলের সার্কুলার রোডের হোটেল মতিঝিলের সামনে শীর্ষ জামায়াত নেতাদের মুক্তির দাবিতে ২০০–৩০০ জামায়াত শিবিরকর্মী মিছিল–সমাবেশ করেন। গোলাম পরওয়ার ও শফিকুর রহমান এই মিছিলে নেতৃত্ব দেন। ওই মিছিল থেকে রাস্তায় চলাচলকারী গাড়ি ভাঙচুর দুইটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন মিছিলকারীরা। জামায়াত শিবিরকর্মীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেন।
এ ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জের মিজানুর রহমান সুমন মতিঝিল থানায় নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করেন। তাঁর মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে মামলায় অভিযোগ করেন। মামলায় ৬২ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা ২০০–৩০০ জামায়াত শিবিরকর্মীকেও আসামি করা হয়।
তদন্ত শেষে মতিঝিল থানার এসআই আউয়াল হোসেন ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর ৯৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। এর মধ্যে আব্দুল জব্বার নামে এক আসামি মৃত্যুবরণ করেছেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৭ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে