নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সন্ধ্যায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের বাইরে স্মৃতিফলকে মোমবাতি প্রজ্বালন করতে গেলে তাঁর ওপর অতর্কিত হামলা হয় বলে জানা গেছে।
আজ রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান।
তিনি বলেন, ‘রাত পৌনে ৮টার দিকে রোকেয়া প্রাচীর ওপর হামলার ঘটনা জানা যায়। ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীরা সেখানে ছিল বলে জানতে পেরেছি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।’
খোঁজ নিয়ে জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী রোকেয়া প্রাচী ধানমন্ডি ৩২ নম্বরে যান। এ সময় আরও ৭০–৮০ জন সংস্কৃতিকর্মী তাঁর সঙ্গে যোগ দেন। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের আয়োজন চলাকালে ৩০–৩৫ জন যুবক সেখানে উপস্থিত হয়। তাদের হাতে লাঠিসোঁটা ছিল। তারা সবাইকে হুমকি দিয়ে সরিয়ে দেয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করে। রোকেয়া প্রাচী সেটি ঠিক করতে গেলে তাঁকে লাঠি দিয়ে মারতে থাকে যুবকেরা। পরে সহশিল্পীরা তাঁকে ধরে বাইরে নিয়ে যান।
শোক দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে আজ বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে মোমবাতি প্রজ্বালন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এর নেতৃত্ব দেন অভিনেত্রী ও মহিলা আওয়ামী লীগের নেত্রী রোকেয়া প্রাচী।
এ নিয়ে ফেসবুকে লাইভ করা হয়। সেখানে রোকেয়া প্রাচী বলেন, ‘আমরা সবাই এখানে আজ একত্রিত হয়েছি। কারণ, বাংলাদেশ পুড়েছে। আমরা সবাই একত্রিত হয়েছি। কারণ, আমাদের ১৯৭১ পুড়েছে। আমরা এখানে একত্রিত হয়েছি। কারণ, আমাদের বঙ্গবন্ধু ছবি পুড়েছে, ধানমন্ডি ৩২ পুড়েছে ৷ আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ পুড়েছে বলে। আমরা এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি। বাংলাদেশ আমাদের সবার।’
তিনি বলেন, ‘আমরা এখানে শোক প্রকাশ করতে এসেছি শান্তিপূর্ণভাবে। আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। তিনি আমাদের জন্য এই বাংলাদেশ দিয়েছেন, সংবিধান দিয়েছেন। এই ৩২ যখন পুড়েছে, তখন আমাদের মনে হয়েছে, আমরা পুড়েছি। আমরা ধানমন্ডি ৩২–এ দাঁড়িয়ে সারা বিশ্বের এই মহানায়কের কাছে ক্ষমা চাইছি, আমরা লজ্জিত, বাঙালি জাতি আজ লজ্জিত।’
ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় এবং বঙ্গবন্ধু ভবনে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়।
অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সন্ধ্যায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের বাইরে স্মৃতিফলকে মোমবাতি প্রজ্বালন করতে গেলে তাঁর ওপর অতর্কিত হামলা হয় বলে জানা গেছে।
আজ রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান।
তিনি বলেন, ‘রাত পৌনে ৮টার দিকে রোকেয়া প্রাচীর ওপর হামলার ঘটনা জানা যায়। ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীরা সেখানে ছিল বলে জানতে পেরেছি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।’
খোঁজ নিয়ে জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী রোকেয়া প্রাচী ধানমন্ডি ৩২ নম্বরে যান। এ সময় আরও ৭০–৮০ জন সংস্কৃতিকর্মী তাঁর সঙ্গে যোগ দেন। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের আয়োজন চলাকালে ৩০–৩৫ জন যুবক সেখানে উপস্থিত হয়। তাদের হাতে লাঠিসোঁটা ছিল। তারা সবাইকে হুমকি দিয়ে সরিয়ে দেয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করে। রোকেয়া প্রাচী সেটি ঠিক করতে গেলে তাঁকে লাঠি দিয়ে মারতে থাকে যুবকেরা। পরে সহশিল্পীরা তাঁকে ধরে বাইরে নিয়ে যান।
শোক দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে আজ বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে মোমবাতি প্রজ্বালন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এর নেতৃত্ব দেন অভিনেত্রী ও মহিলা আওয়ামী লীগের নেত্রী রোকেয়া প্রাচী।
এ নিয়ে ফেসবুকে লাইভ করা হয়। সেখানে রোকেয়া প্রাচী বলেন, ‘আমরা সবাই এখানে আজ একত্রিত হয়েছি। কারণ, বাংলাদেশ পুড়েছে। আমরা সবাই একত্রিত হয়েছি। কারণ, আমাদের ১৯৭১ পুড়েছে। আমরা এখানে একত্রিত হয়েছি। কারণ, আমাদের বঙ্গবন্ধু ছবি পুড়েছে, ধানমন্ডি ৩২ পুড়েছে ৷ আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ পুড়েছে বলে। আমরা এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি। বাংলাদেশ আমাদের সবার।’
তিনি বলেন, ‘আমরা এখানে শোক প্রকাশ করতে এসেছি শান্তিপূর্ণভাবে। আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। তিনি আমাদের জন্য এই বাংলাদেশ দিয়েছেন, সংবিধান দিয়েছেন। এই ৩২ যখন পুড়েছে, তখন আমাদের মনে হয়েছে, আমরা পুড়েছি। আমরা ধানমন্ডি ৩২–এ দাঁড়িয়ে সারা বিশ্বের এই মহানায়কের কাছে ক্ষমা চাইছি, আমরা লজ্জিত, বাঙালি জাতি আজ লজ্জিত।’
ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় এবং বঙ্গবন্ধু ভবনে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৩ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১২ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
২৫ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫