আকর্ষণীয় পণ্য দেখিয়ে পুরোনো পোশাক পাঠাতেন তারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২২, ১৪: ৪৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ পণ্য দেখিয়ে অর্ডার নিয়ে ক্রেতাদের কাছে পাঠানো হতো পুরোনো ও ছেঁড়া পোশাক। এমন অভিযোগে ই-কমার্স (অনলাইন) প্রতারণা চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. বাপ্পি হাসান (২৪), মো. আরিফুল ওরফে হারিসুল (১৯), মো. সোহাগ হোসেন (২২), মো. বিপ্লব শেখ (২৫) ও নূর মোহাম্মদ (২৮)। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ ব্যবহার অযোগ্য ও অতি নিম্নমানের পুরোনো ছেঁড়া শাড়ি, লেহেঙ্গা, থ্রি পিস ও বিভিন্ন পণ্যসামগ্রী জব্দ করা হয়। 

আজ সোমবার সকালে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার রাজীব আল মাসুদ। 

ডিসি রাজীব আল মাসুদ জানান, গতকাল রোববার রাজধানীর হাজারীবাগ থানার পশ্চিম ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। 

উপপুলিশ কমিশনার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. বাপ্পি হাসান ও মো. আরিফুল ও হারিসুল অপরাধ স্বীকার করেছেন। তাঁরা ফেসবুকে পেজ খুলে ভালো মানের পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে দেশব্যাপী বিক্রি করে আসছিলেন। তারা নিম্নমানের ব্যবহারের অযোগ্য ও নষ্ট মালামাল সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন। ২১টি ওয়েব পেজের মাধ্যমে তারা বিভিন্ন সামগ্রী বিক্রি করতেন। বিভিন্ন পণ্যসামগ্রী এসএ পরিবহন এলিফ্যান্ট রোড শাখার কন্ডিশনের মাধ্যমে বুকিং করে অনলাইনের মাধ্যমে প্রতারণা করত চক্রটি। নতুনের বদলে ডেলিভারি করত পুরোনো পোশাক।’ 

সংবাদ সম্মেলনে রাজীব আল মাসুদ আরও বলেন, ‘এই চক্রের পলাতক আসামি শাহাজালাল ওরফে জালাল, মাজহারুল মন্ডল, শরীফুল শেখদের সঙ্গে যোগসাজশে অনলাইনে ফেসবুকে পেজ খোলা হয়। কিছুদিন পরপর তারা নতুন পেজ খুলতেন।’ 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত