Ajker Patrika

মাজার এলাকা থেকে হেরোইনসহ কারবারি গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাজার এলাকা থেকে হেরোইনসহ কারবারি গ্রেপ্তার 

রাজধানীর শাহবাগ থানার জরিপ শাহ্‌র মাজার এলাকা থেকে হেরোইনসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শাহানুর ইসলাম।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সোমবার বিকেলে শাহানুরকে গ্রেপ্তার করা হয়। 
 
এডিসি তৌহিদুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিটিটিসি জানতে পারে রাজশাহীর গোদাগাড়ী থেকে একটি হেরোইনের চালান রাজধানীতে আসছে। এমন তথ্যের ভিত্তিতে শাহবাগ থানার শেখ হাসিনা বার্ন ইউনিটের পূর্ব গেটের জরিপ শাহ্ মাজার এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ মাদক কারবারি শাহানুর ইসলামকে আটক করা হয়। 

এডিসি তৌহিদুল ইসলাম আরও জানান, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেছিল শাহানুর। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে দুই প্যাকেট হেরোইন পাওয়া যায়, যার পরিমাণ প্রায় ২২০ গ্রাম। 

গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিটিটিসি’র অতিরিক্ত উপকমিশনার বলেন, শাহানুর ইসলাম দীর্ঘদিন দেশের সীমান্তবর্তী জেলা রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানী, নারায়ণগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত