নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পড়াশোনা করেছেন কম্পিউটার সায়েন্স নিয়ে। চাকরি করেছেন একটি বেসরকারি ব্যাংকে। হঠাৎ চাকরি চলে যাওয়ায় বেকার হয়ে পড়েন কক্সবাজারের যুবক নুর মোহাম্মাদ। এরপর নতুন উপার্জনের পথ হিসেবে বেছে নেন প্রতারণা। একপর্যায়ে পুলিশ মহাপরিদর্শকের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা শুরু করেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি তাঁর। গতকাল রাজধানীর জিগাতলা থেকে ওই যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি।
আজ মঙ্গলবার সকালে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।
ইমাম হোসেন জানান, একটি বেসরকারি ব্যাংক থেকে চাকরি যাওয়ার পর অভিযুক্ত নুর মোহাম্মাদ বেকার হয়ে পড়েন। পরে তিনি পরিকল্পনা করে আইজিপির নাম ও ছবি ব্যবহার করে জিমেইল, ট্রু–কলার ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলেন। পরে সেই নম্বর দিয়ে দুটি বেসরকারি ব্যাংকে ফোন করেন। এক ব্যাংকে টাকা দাবি করলেও অন্য একটি ব্যাংকে একজনের নামে চাকরি চান। যদি না দেয় 'পরিস্থিতি খারাপ' হবে বলে হুমকিও দেন।
অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, গত ২৬ আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে বিষয়টি জানানো হয়। পরে আমরা খোঁজ নিয়ে দেখি, সে ম্যারিজ ডট কমের একটি প্রতিষ্ঠানে কাজ করেন। ওই প্রতিষ্ঠানের যারা আসত তাঁদের ফোন নম্বর সংগ্রহ করে ফোন দেন। তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করা হবে বলে জানান এই কর্মকর্তা।
পড়াশোনা করেছেন কম্পিউটার সায়েন্স নিয়ে। চাকরি করেছেন একটি বেসরকারি ব্যাংকে। হঠাৎ চাকরি চলে যাওয়ায় বেকার হয়ে পড়েন কক্সবাজারের যুবক নুর মোহাম্মাদ। এরপর নতুন উপার্জনের পথ হিসেবে বেছে নেন প্রতারণা। একপর্যায়ে পুলিশ মহাপরিদর্শকের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা শুরু করেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি তাঁর। গতকাল রাজধানীর জিগাতলা থেকে ওই যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি।
আজ মঙ্গলবার সকালে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।
ইমাম হোসেন জানান, একটি বেসরকারি ব্যাংক থেকে চাকরি যাওয়ার পর অভিযুক্ত নুর মোহাম্মাদ বেকার হয়ে পড়েন। পরে তিনি পরিকল্পনা করে আইজিপির নাম ও ছবি ব্যবহার করে জিমেইল, ট্রু–কলার ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলেন। পরে সেই নম্বর দিয়ে দুটি বেসরকারি ব্যাংকে ফোন করেন। এক ব্যাংকে টাকা দাবি করলেও অন্য একটি ব্যাংকে একজনের নামে চাকরি চান। যদি না দেয় 'পরিস্থিতি খারাপ' হবে বলে হুমকিও দেন।
অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, গত ২৬ আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে বিষয়টি জানানো হয়। পরে আমরা খোঁজ নিয়ে দেখি, সে ম্যারিজ ডট কমের একটি প্রতিষ্ঠানে কাজ করেন। ওই প্রতিষ্ঠানের যারা আসত তাঁদের ফোন নম্বর সংগ্রহ করে ফোন দেন। তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করা হবে বলে জানান এই কর্মকর্তা।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪