Ajker Patrika

সৌদি আরবে বসে দেশে ভিওআইপির ব্যবসা চালান তিনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সৌদি আরবে বসে দেশে ভিওআইপির ব্যবসা চালান তিনি

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ার একটি বাসাতে অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব বলছে, এই সরঞ্জামের মূল মালিক আলি নামের এক সৌদি আরব প্রবাসী ব্যক্তি। তিনি সেখানে বসে তিনজন কর্মী দিয়ে গত দেড় বছর ধরে এই কাজ করে আসছিলেন।

আজ মঙ্গলবার রাতে অভিযান শেষে ঘটনাস্থল থেকে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার মঈন বলেন, শফিকুল ইসলাম নামে ওই ফ্ল্যাটের এক কেয়ারটেকারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল কাজের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযানের খবর পেয়ে তাঁরা পালিয়েছেন।

অভিযানে এক হাজারের বেশি সিম উদ্ধারর‍্যাবের এই কর্মকর্তা বলেন, অভিযানে ১ হাজারের বেশি সিম উদ্ধার করা হয়েছে। এই সিম ব্যবহার করে মধ্যপ্রাচ্য থেকে আসা ফোনকল অবৈধভাবে পরিচালনা করা হতো। অভিযানে প্রায় ৩০ লাখ টাকার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই সরঞ্জাম ব্যবহার করে একসঙ্গে ১৬০টি কল পরিচালনা করা হতো। আর এই কলের মাধ্যমে প্রতি বছর ৫ কোটি টাকার রাজস্ব হারাচ্ছিল সরকার। এই চক্র গত দেড় বছর ধরে এই কাজ করে আসছিল। সেই হিসাবে সরকারের ৭ থেকে ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই চক্রের বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

র‍্যাবের দাবি, টেলিযোগাযোগ খাতে রাজস্ব ফাঁকি দিতে অবৈধ ভিওআইপি কারবারে জড়িত রয়েছে আরও একাধিক চক্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত