Ajker Patrika

নামের আগে ‘সিস্টার’ না ডাকলে চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নামের আগে ‘সিস্টার’ না ডাকলে চাকরিচ্যুত

আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের ব্যবসাপ্রতিষ্ঠান জয়যাত্রা টিভির দুই কর্মী হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব জানিয়েছে, এদের একজন হেলেনা জাহাঙ্গীরের ব্যবসা দেখাশোনা করতেন আর অন্যজন টাকা নিয়ে প্রতিনিধি নিয়োগ দিতেন। 

চার মামলায় তিন দিনের রিমান্ড শেষে হেলেনা জাহাঙ্গীরকে আরও ১৪ দিনের রিমান্ডে নিয়েছে র‍্যাব। তাঁকে জিজ্ঞাসাবাদের পর র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, জয়যাত্রা ফাউন্ডেশনের টাকায় ছেলে-মেয়েদের নামে প্রায় ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনেছেন হেলেনা জাহাঙ্গীর। মাসিক ৬ লাখ টাকায় হংকং থেকে তরঙ্গ কিনে এই অনুমোদনহীন টিভি চালাতেন তিনি।

 তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জয়যাত্রা টিভির প্রতিনিধিদের কাছ থেকে প্রতি মাসে ৭ লাখ টাকার মতো আদায় করা হতো। হেলেনা জাহাঙ্গীরের নাম উচ্চারণ করার আগে ‘সিস্টার’ না বললে চাকরিচ্যুত করা হতো।

 হেলেনার দুই কর্মীকে আটকের পর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, হেলেনা জাহাঙ্গীরের দেওয়া তথ্যের ভিত্তিতে হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরীকে আটক করা হয়েছে। গ্রেপ্তার হওয়া হাজেরা খাতুন ২০০৯ সালে কুমিল্লার একটি কলেজ থেকে মাস্টার্স পাস করে হেলেনা জাহাঙ্গীরের গার্মেন্টসে চাকরি নেন। তিনি হেলেনা জাহাঙ্গীরের নিকটাত্মীয়। ২০১৬ সালে তাঁকে ‘জয়যাত্রা ফাউন্ডেশন’-এর ডিজিএম পদে নিয়োগ দেওয়া হয়।

হাজেরা খাতুনকে জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, জয়যাত্রা টিভি ২০১৮ সাল থেকে হংকংয়ের একটি ডাউন লিংক চ্যানেল হিসেবে সম্প্রচার হয়ে আসছে। যার ফ্রিকোয়েন্সি হংকং থেকে বরাদ্দ। ফ্রিকোয়েন্সির জন্য হংকংয়ের একটি প্রতিষ্ঠানকে প্রতি মাসে ৬ লাখ টাকা দিতে হয়।

র‍্যাব কর্মকর্তা বলেন, দেশের ৫০টি জেলায় জয়যাত্রা টিভি সম্প্রচারিত হয়ে আসছিল। জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেতে ৩০ থেকে ৫০ হাজার টাকা এবং উপজেলা প্রতিনিধিকে ১০ থেকে ২০ হাজার টাকা করে দিতে হতো। বিদেশেও এর প্রতিনিধি রয়েছে। তাঁদেরও টাকা দিতে হতো।

র‍্যাব বলেছে, জয়যাত্রা ফাউন্ডেশনের ব্যাপারে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, ফাউন্ডেশনে দাতা, সাধারণ সদস্য, আজীবন সদস্য, ক্যাটাগরিতে মেম্বার করা হতো। ফাউন্ডেশনের সদস্য আছেন অন্তত ২০০ জন। সদস্যপদ পেতে ২০ হাজার থেকে ২ লাখ টাকা দিতে হতো।  

র‍্যাব কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার সানাউল্ল্যাহ নূরী জয়যাত্রা টিভির প্রতিনিধি সমন্বয়ক ছিলেন। তিনি হেলেনা জাহাঙ্গীরের নির্দেশনায় প্রতিনিধিদের সমন্বয় করতেন। প্রতিনিধিরা মাসিক টাকা দিতে ব্যর্থ হলে বা গড়িমসি করলে তিনি ভয়ভীতি দেখাতেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন আম্বানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ