ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৩৬ লাখ টাকা ডাকাতি, থানায় মামলা

শ্যামপুর-কদমতলী, প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ১৯: ২৭
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১৯: ৩৭

রাজধানীর ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৩৬ লাখ টাকা ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গত রোববার ডেমরার সুলতানা কামাল সেতুর মাঝখানে ডাকাতির এ ঘটনা ঘটে। পরে গতকাল সোমবার ডাকাতির অভিযোগে ডেমরা থানায় মামলা করেন মো. জাকির হোসেন (৪২) নামে এক ব্যবসায়ী। 

জাকির হোসেন বলেন, তিনি ও তাঁর পার্টনার মো. সজিব হোসেন (৩১) গত রোববার বেলা সোয়া ৩টার দিকে রূপগঞ্জ থেকে জমি কেনার জন্য সাড়ে ৩৬ লাখ টাকাসহ একটি প্রাইভেট কারযোগে ডেমরা ভূমি অফিসে আসছিলেন। এ সময় ৫–৬ জনের ওই ডাকাত দল একটি কালো রঙের মাইক্রোবাস দিয়ে তাঁদের প্রাইভেট কারের গতি রোধ করেন। তাঁরা গাড়ি থেকে নেমে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বলেন, তোদের কাছে অবৈধ টাকা রয়েছে। এ সময় প্রাইভেট কার থেকে জাকির ও সজীবকে টেনেহিঁচড়ে ডাকাত দল তাঁদের গাড়িতে উঠিয়ে হাতকড়া পরায়। তখন তাঁদের হাতে পিস্তল দিয়ে ছবি তুলে মামলার হুমকি দেন ডাকাতেরা। সেখান থেকে তাঁদের চোখ বেঁধে অন্যত্র নিয়ে দুই ঘণ্টা পর রূপগঞ্জের পূর্বাচল ২১ নম্বর সেক্টরে ফেলে চলে যান ডাকাতেরা। 

ডেমরা থানার ওসি (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, এ ডাকাতির ঘটনায় তদন্ত চলছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত