নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ২৪ টিকেট ডটকমের পরিচালক মিজানুর রহমান সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ রোববার সন্ধ্যায় রাজধানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান আজকের পত্রিকাকে জানান, উত্তরা পশ্চিম থানায় অর্থ আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ২৪ টিকেটের পরিচালক মিজানুর রহমান সোহেলকে গ্রেপ্তার করেছে সিআইডি। মুসা মিয়া সাগর নামে এক ভুক্তভোগী প্রতিষ্ঠানের ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার অন্য আসামিরা হলেন-আবদুর রাজ্জাক, প্রত্যোদ বরন চৌধুরী, রাকিবুল হাসান, আসাদুল ইসলাম ও নাসরিন সুলতানা। সোহেল ছিলেন মামলার পাঁচ নম্বর আসামি। মামলার তিন নম্বর আসামি রাকিবুল হাসানকে গত ৪ অক্টোবর চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে সিআইডি।
পুলিশ জানায়, ২০১৯ সালের মে মাসে যাত্রা শুরু করে অনলাইন টিকেটিং এজেন্সি ২৪ টিকেট ডটকম। রাজধানীর মহাখালী ডিওএইচএস-এ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব এএইচএম শফিকুজ্জামান। চলতি বছরের এপ্রিলে লাপাত্তা হয়ে যায় অনলাইন ট্রাভেল এজেন্সিটি। তাদের বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
গত মে মাসে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে কাফরুল থানায় জিডি করেন আইকন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. ইব্রাহিম।
প্রতিষ্ঠানটির প্রতারণার বিষয়ে পুলিশ জানায়, গ্রাহক টানতে অস্বাভাবিক রকমের মূল্য ছাড়ের অফার দিত প্রতিষ্ঠানটি। স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ নানা উৎসবে বিনামূল্যে টিকিট ও বিশেষ অফার দিত। এতে বাড়তি লাভের আশায় যাত্রী ও ট্রাভেল এজেন্সি অগ্রিম টাকা দিয়ে টিকিট কিনে রাখতো। গত এপ্রিলের মাঝামাঝি প্রতিষ্ঠানটির ফোন নম্বরগুলো বন্ধ হয়ে যায়। এরপর গ্রাহকেরা মহাখালী ডিওএইচএসে গিয়ে প্রতিষ্ঠানটি কার্যালয়ে তালা ঝুলতে দেখে।
প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ২৪ টিকেট ডটকমের পরিচালক মিজানুর রহমান সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ রোববার সন্ধ্যায় রাজধানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান আজকের পত্রিকাকে জানান, উত্তরা পশ্চিম থানায় অর্থ আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ২৪ টিকেটের পরিচালক মিজানুর রহমান সোহেলকে গ্রেপ্তার করেছে সিআইডি। মুসা মিয়া সাগর নামে এক ভুক্তভোগী প্রতিষ্ঠানের ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার অন্য আসামিরা হলেন-আবদুর রাজ্জাক, প্রত্যোদ বরন চৌধুরী, রাকিবুল হাসান, আসাদুল ইসলাম ও নাসরিন সুলতানা। সোহেল ছিলেন মামলার পাঁচ নম্বর আসামি। মামলার তিন নম্বর আসামি রাকিবুল হাসানকে গত ৪ অক্টোবর চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে সিআইডি।
পুলিশ জানায়, ২০১৯ সালের মে মাসে যাত্রা শুরু করে অনলাইন টিকেটিং এজেন্সি ২৪ টিকেট ডটকম। রাজধানীর মহাখালী ডিওএইচএস-এ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব এএইচএম শফিকুজ্জামান। চলতি বছরের এপ্রিলে লাপাত্তা হয়ে যায় অনলাইন ট্রাভেল এজেন্সিটি। তাদের বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
গত মে মাসে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে কাফরুল থানায় জিডি করেন আইকন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. ইব্রাহিম।
প্রতিষ্ঠানটির প্রতারণার বিষয়ে পুলিশ জানায়, গ্রাহক টানতে অস্বাভাবিক রকমের মূল্য ছাড়ের অফার দিত প্রতিষ্ঠানটি। স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ নানা উৎসবে বিনামূল্যে টিকিট ও বিশেষ অফার দিত। এতে বাড়তি লাভের আশায় যাত্রী ও ট্রাভেল এজেন্সি অগ্রিম টাকা দিয়ে টিকিট কিনে রাখতো। গত এপ্রিলের মাঝামাঝি প্রতিষ্ঠানটির ফোন নম্বরগুলো বন্ধ হয়ে যায়। এরপর গ্রাহকেরা মহাখালী ডিওএইচএসে গিয়ে প্রতিষ্ঠানটি কার্যালয়ে তালা ঝুলতে দেখে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪