Ajker Patrika

পুলিশ সেজে প্রেম করে বিয়ে, সহযোগিতার নামে করতেন প্রতারণা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৮: ৩২
পুলিশ সেজে প্রেম করে বিয়ে, সহযোগিতার নামে করতেন প্রতারণা 

কোনো পেশা নেই। কিন্তু পরিচয় দেন পুলিশ সদস্য হিসেবে। আর এই পরিচয় দিয়েই তিনি করেন প্রতারণা। গতকাল সোমবার রাজধানীর বিমানবন্দরের গোলচত্বর এলাকা থেকে মো. বাবুল ওরফে হারুন নামের এমনই এক প্রতারককে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা-পুলিশ। এ সময় ভুয়া পুলিশ পরিচয় দেওয়া হারুনের কাছ থেকে পুলিশের পোশাক উদ্ধার করা হয়। হারুন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চরসাতারিয়া এলাকার মৃত ঈমান আলীর ছেলে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন।

তিনি বলেন, ১২ জানুয়ারি দুপুরে রাজধানীর ধানমন্ডিতে চিকিৎসক দেখিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেন সম্পর্কে জানতে হারুন নামের পুলিশের পোশাক পরিহিত একজনের কাছে সহযোগিতা চান নরসিংদীর হেলেনা বেগম (৪০)। এ সময় সহযোগিতা করার পাশাপাশি হেলেনার মোবাইল নম্বর রেখে দেন হারুন। এমনকি পরের দিন আবারও ডাক্তার দেখাতে আসবেন, সেই তথ্যও জেনে নেন। পরদিন তিনি হেলেনাকে ফোন করে ঢাকায় ডাক্তার দেখাতে আসার তথ্য নিশ্চিত হন। পরদিন ১৩ জানুয়ারি হেলেনা ও তাঁর বান্ধবী রিনা বেগম ডাক্তার দেখাতে ধানমন্ডির পপুলার হাসপাতালে আসেন। এ সময় হাসপাতালের সামনে এসে পুলিশ হারুনকে দেখতে পান তাঁরা। এখানেও হেলেনাকে ডাক্তার দেখাতে সহযোগিতা করেন হারুন।

ডিসি আশরাফ বলেন, ডাক্তার দেখানোর সময় হারুন ও রিনা বাইরে অপেক্ষা করেন। তখন রিনা হাতের ব্যাগ রেখে টয়লেটে যান। ফিরে এসে দেখেন পুলিশের পোশাক পরিহিত হারুন নেই। ব্যাগে নগদ ২৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিল। অনেক খোঁজাখুঁজি করেও হারুনকে না পেয়ে ধানমন্ডি থানায় মামলা করেন ভুক্তভোগী হেলেনা।

মামলার তদন্তের বিষয়ে তিনি বলেন, থানা-পুলিশ তদন্তে নেমে রাজধানীর বিমানবন্দরের গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয় দেওয়া হারুনকে গ্রেপ্তার করে। তদন্তে ধানমন্ডি থানা-পুলিশ জানতে পারে, হারুন ডিএমপির উত্তরা পূর্ব থানায় এসআই হিসেবে কর্মরত থাকার পরিচয় দেন। পুলিশের এসআই পরিচয় দিয়ে হারুন শিউলি বেগম (৩৮) নামে একজনের সঙ্গে এক বছর প্রেমের সম্পর্ক করে দুই মাস আগে বিয়ে করেন।

ডিসি বলেন, হারুন পুলিশ পরিচয়ে ও পোশাক পরিহিত অবস্থায় ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আরও অনেক ধরনের অপরাধ করেছেন। তাঁর বিরুদ্ধে সরকারি দপ্তরের কর্মচারী পরিচয়ে প্রতারণার অভিযোগে তিনটি মামলা ও বিভিন্ন অপরাধে দেশের বিভিন্ন থানায় মামলার তথ্য পেয়েছে পুলিশ।

গ্রেপ্তার হারুনকে আজ মঙ্গলবার আদালতে হাজির করেছে ধানমন্ডি থানা-পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

চুরির অপবাদে ছাত্রলীগ নেতাকে নির্যাতন ছাত্রদল নেতার, টাকা দিয়ে মুক্তি

৩০টির বেশি মার্কিন পণ্যের আমদানি শুল্ক পর্যালোচনার উদ্যোগ

মামলার ভয় দেখিয়ে ইউপি সদস্যের কাছ থেকে এসি, টাকা নেন ওসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত