সুইডেনে রাষ্ট্রদূত পাঠানো স্থগিত ইরানের

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১১: ১৮
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১২: ৪৩

সুইডেনে মসজিদের সামনে দাঁড়িয়ে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে দেশটিতে নতুন রাষ্ট্রদূত পাঠানো থেকে সরে এসেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন।

গত বুধবার ঈদের দিন স্টকহোমের সবচেয়ে বড় মসজিদের সামনে ইরাকি শরণার্থী সালওয়ান মোমিকা কোরআন পোড়ান। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাশে দাঁড়িয়ে ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশ কোরআন অবমাননার ঘটনায় নিন্দা জানিয়েছে।

এ ঘটনায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে এ ঘটনার নিন্দা জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুইডেনের রাষ্ট্রদূতকে বলেছে, এটি ইসলামের সবচেয়ে পবিত্রতার অবমাননা।

এরপর গতকাল এক টুইটে আমির আব্দুল্লাহিয়ান বলেন, সুইডেনে নতুন রাষ্ট্রদূত নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়া সত্ত্বেও তাঁকে পাঠানোর প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। সুইডেনের পুলিশ কোরআন পোড়ানোয় অভিযুক্ত যুবক সালওয়ান মোমিকাকে গ্রেপ্তার করেছে। পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কোরআন নিষিদ্ধ করা হোক—এটিই তিনি চান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত