অনলাইন ডেস্ক
ফিলিস্তিনে চলমান ‘পরিকল্পিত গণহত্যার’ বিরুদ্ধে ইউরোপকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্পেনের এক মন্ত্রী। গতকাল রোববার মাদ্রিদে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ কর্মসূচির সময় সাংবাদিকদের সামনে একথা বলেন তিনি।
ভারপ্রাপ্ত সামাজিক অধিকার মন্ত্রী আইয়োনে বেলারা তাঁর এ বক্তব্য সামাজিক মাধ্যম এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) শেয়ার করেন বলে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে প্রকাশ করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে বেলারা সাংবাদিকদের বলেন, ‘আজ আমরা দেশের ও ইউরোপের সেসব জনগণের সঙ্গে একাত্মতা পোষণ করছি, যাঁরা পরিকল্পিত এ হত্যাকাণ্ডের সমাপ্তি চান, ইসরায়েল রাষ্ট্র দ্বারা পরিচালিত ফিলিস্তিনি জনগণের জাতিগত নিধনের সমাপ্তি চান।’
স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছেন না উল্লেখ করে বেলারা বলেন, ‘আমরা পরিকল্পিত এ গণহত্যায় জড়াতে চাই না এবং আমরা মনে করি, ইউরোপকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। আমি বিশ্বাস করি, ইউরোপকে এ দ্বিচারিতার জন্য চড়া মূল্য দিতে হবে।’
সামাজিক অধিকার মন্ত্রী আরও বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের অবস্থান কী রকম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থের দিকে ঝুঁকে গেছে, তা দেখে জনগণ বিস্মিত।’
ইউরোপের এ সুবিধাবাদী অবস্থান আজ পরিবর্তন করা যেতে পারে উল্লেখ করে মন্ত্রী ইউরোপের দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার আহ্বান জানান। এ ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সব রাজনৈতিক নেতৃত্বের ওপর দৃষ্টান্তমূলক অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি।
বেলারা বলেন, ‘আমাদের অবশ্যই নেতানিয়াহুকে আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাওয়া উচিত, যেন তাঁর যুদ্ধাপরাধের বিচার করা যায়। আমি জোর দিয়ে বলছি, আমাদের নীরবতা দিয়ে নয়, এই অপরাধে সহযোগিতা করেও নয়, আমাদেরই প্রয়োজন ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপ।’
৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ১ হাজার ৪০০ জন নিহত হয় এবং দুই শতাধিককে জিম্মি করা হয়। এর জবাবে গাজায় আকাশ ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫। এর মধ্যে ৩ হাজার ৩৪২টি শিশু। এ ছাড়া নিহতদের মধ্যে ২ হাজার ৬২ জন নারী এবং ৪৬০ জন বৃদ্ধ।
গতকাল ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি ঘোষণা করেন, ইসরায়েল অভিযানের পরিসর বাড়াচ্ছে এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধের দ্বিতীয় পর্বের সূচনা করতে যাচ্ছে।
অবরুদ্ধ গাজায় ২২ লাখের বেশি বাসিন্দার খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গতকাল শনিবার ইন্টারনেট বন্ধেরও হুমকি দিয়েছে। কয়েক দিন ধরে সীমিত আকারে ত্রাণের ট্রাক প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
ফিলিস্তিনে চলমান ‘পরিকল্পিত গণহত্যার’ বিরুদ্ধে ইউরোপকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্পেনের এক মন্ত্রী। গতকাল রোববার মাদ্রিদে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ কর্মসূচির সময় সাংবাদিকদের সামনে একথা বলেন তিনি।
ভারপ্রাপ্ত সামাজিক অধিকার মন্ত্রী আইয়োনে বেলারা তাঁর এ বক্তব্য সামাজিক মাধ্যম এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) শেয়ার করেন বলে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে প্রকাশ করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে বেলারা সাংবাদিকদের বলেন, ‘আজ আমরা দেশের ও ইউরোপের সেসব জনগণের সঙ্গে একাত্মতা পোষণ করছি, যাঁরা পরিকল্পিত এ হত্যাকাণ্ডের সমাপ্তি চান, ইসরায়েল রাষ্ট্র দ্বারা পরিচালিত ফিলিস্তিনি জনগণের জাতিগত নিধনের সমাপ্তি চান।’
স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছেন না উল্লেখ করে বেলারা বলেন, ‘আমরা পরিকল্পিত এ গণহত্যায় জড়াতে চাই না এবং আমরা মনে করি, ইউরোপকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। আমি বিশ্বাস করি, ইউরোপকে এ দ্বিচারিতার জন্য চড়া মূল্য দিতে হবে।’
সামাজিক অধিকার মন্ত্রী আরও বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের অবস্থান কী রকম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থের দিকে ঝুঁকে গেছে, তা দেখে জনগণ বিস্মিত।’
ইউরোপের এ সুবিধাবাদী অবস্থান আজ পরিবর্তন করা যেতে পারে উল্লেখ করে মন্ত্রী ইউরোপের দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার আহ্বান জানান। এ ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সব রাজনৈতিক নেতৃত্বের ওপর দৃষ্টান্তমূলক অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি।
বেলারা বলেন, ‘আমাদের অবশ্যই নেতানিয়াহুকে আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাওয়া উচিত, যেন তাঁর যুদ্ধাপরাধের বিচার করা যায়। আমি জোর দিয়ে বলছি, আমাদের নীরবতা দিয়ে নয়, এই অপরাধে সহযোগিতা করেও নয়, আমাদেরই প্রয়োজন ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপ।’
৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ১ হাজার ৪০০ জন নিহত হয় এবং দুই শতাধিককে জিম্মি করা হয়। এর জবাবে গাজায় আকাশ ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫। এর মধ্যে ৩ হাজার ৩৪২টি শিশু। এ ছাড়া নিহতদের মধ্যে ২ হাজার ৬২ জন নারী এবং ৪৬০ জন বৃদ্ধ।
গতকাল ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি ঘোষণা করেন, ইসরায়েল অভিযানের পরিসর বাড়াচ্ছে এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধের দ্বিতীয় পর্বের সূচনা করতে যাচ্ছে।
অবরুদ্ধ গাজায় ২২ লাখের বেশি বাসিন্দার খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গতকাল শনিবার ইন্টারনেট বন্ধেরও হুমকি দিয়েছে। কয়েক দিন ধরে সীমিত আকারে ত্রাণের ট্রাক প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৭ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে