চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা এক ট্রাক (দেড় টন) চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় দুই মালিকের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানাও আদায় করা হয়।
গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে যশোর-ঝিকরগাছা মহাসড়কে অভিযান চালিয়ে র্যাব ট্রাকসহ এই মাছ জব্দ করে। পরে ওই চিংড়ির মালিক আব্দুল্লাহ ও জালালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এম নাজিউর রহমান বলেন, ‘সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি ট্রাকভর্তি চিংড়ি মাছ ঢাকায় যাচ্ছে—এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। রাত দেড়টার দিকে যশোর-ঝিকরগাছা মহাসড়কে অবস্থান করে চিংড়ি মাছগুলো জব্দ করা হয়। ট্রাকে থাকা ওই মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা ছিল। এটি অস্বাস্থ্যকর।’
এ সময় সঙ্গে থাকা জেলা মৎস্য কর্মকর্তা লিপ্টন সরদার মান নিয়ন্ত্রণ করে মাছের মধ্যে জেলির উপস্থিতির প্রমাণ পান।
এ ঘটনায় মাছের মালিক সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের জালাল ও আব্দুল্লার কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এম নাজিউর রহমান জানান, ট্রাকে থাকা ৫৭টি ককশিটের কার্টনে থাকা দেড় টন চিংড়ি মাছ ধ্বংস করে ফেলা হয়েছে।
অভিযানে র্যাবে কর্মরত এএসপি তারেক আমান বান্না উপস্থিত ছিলেন।
যশোরে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা এক ট্রাক (দেড় টন) চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় দুই মালিকের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানাও আদায় করা হয়।
গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে যশোর-ঝিকরগাছা মহাসড়কে অভিযান চালিয়ে র্যাব ট্রাকসহ এই মাছ জব্দ করে। পরে ওই চিংড়ির মালিক আব্দুল্লাহ ও জালালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এম নাজিউর রহমান বলেন, ‘সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি ট্রাকভর্তি চিংড়ি মাছ ঢাকায় যাচ্ছে—এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। রাত দেড়টার দিকে যশোর-ঝিকরগাছা মহাসড়কে অবস্থান করে চিংড়ি মাছগুলো জব্দ করা হয়। ট্রাকে থাকা ওই মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা ছিল। এটি অস্বাস্থ্যকর।’
এ সময় সঙ্গে থাকা জেলা মৎস্য কর্মকর্তা লিপ্টন সরদার মান নিয়ন্ত্রণ করে মাছের মধ্যে জেলির উপস্থিতির প্রমাণ পান।
এ ঘটনায় মাছের মালিক সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের জালাল ও আব্দুল্লার কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এম নাজিউর রহমান জানান, ট্রাকে থাকা ৫৭টি ককশিটের কার্টনে থাকা দেড় টন চিংড়ি মাছ ধ্বংস করে ফেলা হয়েছে।
অভিযানে র্যাবে কর্মরত এএসপি তারেক আমান বান্না উপস্থিত ছিলেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে