Ajker Patrika

জেলি পুশ করা দেড় টন চিংড়ি ধ্বংস, লাখ টাকা জরিমানা

চৌগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২২, ১৮: ৪৪
জেলি পুশ করা দেড় টন চিংড়ি ধ্বংস, লাখ টাকা জরিমানা

যশোরে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা এক ট্রাক (দেড় টন) চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় দুই মালিকের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানাও আদায় করা হয়।

গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে যশোর-ঝিকরগাছা মহাসড়কে অভিযান চালিয়ে র‍্যাব ট্রাকসহ এই মাছ জব্দ করে। পরে ওই চিংড়ির মালিক আব্দুল্লাহ ও জালালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এম নাজিউর রহমান বলেন, ‘সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি ট্রাকভর্তি চিংড়ি মাছ ঢাকায় যাচ্ছে—এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। রাত দেড়টার দিকে যশোর-ঝিকরগাছা মহাসড়কে অবস্থান করে চিংড়ি মাছগুলো জব্দ করা হয়। ট্রাকে থাকা ওই মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা ছিল। এটি অস্বাস্থ্যকর।’ 

এ সময় সঙ্গে থাকা জেলা মৎস্য কর্মকর্তা লিপ্টন সরদার মান নিয়ন্ত্রণ করে মাছের মধ্যে জেলির উপস্থিতির প্রমাণ পান। 

এ ঘটনায় মাছের মালিক সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের জালাল ও আব্দুল্লার কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

এম নাজিউর রহমান জানান, ট্রাকে থাকা ৫৭টি ককশিটের কার্টনে থাকা দেড় টন চিংড়ি মাছ ধ্বংস করে ফেলা হয়েছে। 

অভিযানে র‍্যাবে কর্মরত এএসপি তারেক আমান বান্না উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত