যশোর প্রতিনিধি
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের সঙ্গে ছাত্রদলের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে কলেজের আসাদ হল–সংলগ্ন এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডা হয়। পরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। আমরা ঘটনাস্থলে যাই। পরিস্থিতি শান্ত আছে।’
শিক্ষার্থীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে এম এম কলেজের শহীদ আসাদ হল এলাকায় দুজন বহিরাগত প্রকাশ্যে ধূমপান করছিলেন। এ সময় শিক্ষার্থীরা তাঁদের ধূমপানে নিষেধ করেন। এতে তাঁদের মারধর করেন বহিরাগত দুজন। খবর পেয়ে আসাদ হল ছাত্রদলের নেতা-কর্মীরা এগিয়ে যান।
এ সময় স্থানীয় খড়কি এলাকার ছাত্রলীগ সমর্থনকারী সাগর তাঁর ৪০-৫০ জন অনুসারীকে নিয়ে আসাদ হল লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। তখন ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপে অন্তত তিন শিক্ষার্থী আহত হন। তবে তাৎক্ষণিক তাঁদের পরিচয় পাওয়া যায়নি। পরে জেলা যুবদল, ছাত্রদল ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
রাত ১০টার দিকে শিক্ষার্থীদের মারধর ও ইটপাটকেল নিক্ষেপকারীদের শাস্তির দাবিতে মিছিল বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ক্যাম্পাস থেকে বের হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর বলেন, ‘দীর্ঘ বছর কলেজে ছাত্রলীগের ছত্রছায়ায় সাগর গ্যাং তৈরি করেছিল। ছিনতাই, মাদক সেবন, বেচাকেনাসহ আশপাশের ছাত্রাবাসগুলোর সাধারণ শিক্ষার্থীদের ডিস্টার্ব (বিরক্ত) করত। তাদের মারধরে সাধারণ শিক্ষার্থী, ছাত্রদলের নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তোলে। সাগর ও তার টোকাই ছেলেদের বিচারের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।’
মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ‘আপনারা সাংবাদিক পাঠিয়ে খবর নেন। আমি কিছু বলতে পারছি না।’ এক প্রশ্নের জবাবে উত্তেজিত হয়ে তিনি বলেন, ‘আমি শিক্ষার্থীদের কোনো খোঁজ নিইনি। নিচ্ছি না।’
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের সঙ্গে ছাত্রদলের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে কলেজের আসাদ হল–সংলগ্ন এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডা হয়। পরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। আমরা ঘটনাস্থলে যাই। পরিস্থিতি শান্ত আছে।’
শিক্ষার্থীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে এম এম কলেজের শহীদ আসাদ হল এলাকায় দুজন বহিরাগত প্রকাশ্যে ধূমপান করছিলেন। এ সময় শিক্ষার্থীরা তাঁদের ধূমপানে নিষেধ করেন। এতে তাঁদের মারধর করেন বহিরাগত দুজন। খবর পেয়ে আসাদ হল ছাত্রদলের নেতা-কর্মীরা এগিয়ে যান।
এ সময় স্থানীয় খড়কি এলাকার ছাত্রলীগ সমর্থনকারী সাগর তাঁর ৪০-৫০ জন অনুসারীকে নিয়ে আসাদ হল লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। তখন ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপে অন্তত তিন শিক্ষার্থী আহত হন। তবে তাৎক্ষণিক তাঁদের পরিচয় পাওয়া যায়নি। পরে জেলা যুবদল, ছাত্রদল ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
রাত ১০টার দিকে শিক্ষার্থীদের মারধর ও ইটপাটকেল নিক্ষেপকারীদের শাস্তির দাবিতে মিছিল বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ক্যাম্পাস থেকে বের হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর বলেন, ‘দীর্ঘ বছর কলেজে ছাত্রলীগের ছত্রছায়ায় সাগর গ্যাং তৈরি করেছিল। ছিনতাই, মাদক সেবন, বেচাকেনাসহ আশপাশের ছাত্রাবাসগুলোর সাধারণ শিক্ষার্থীদের ডিস্টার্ব (বিরক্ত) করত। তাদের মারধরে সাধারণ শিক্ষার্থী, ছাত্রদলের নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তোলে। সাগর ও তার টোকাই ছেলেদের বিচারের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।’
মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ‘আপনারা সাংবাদিক পাঠিয়ে খবর নেন। আমি কিছু বলতে পারছি না।’ এক প্রশ্নের জবাবে উত্তেজিত হয়ে তিনি বলেন, ‘আমি শিক্ষার্থীদের কোনো খোঁজ নিইনি। নিচ্ছি না।’
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪