দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে মাছের ঘের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হাসানপুর গ্রামে একটি ঘেরে মাছের চাষ ও স্থানীয় ফসলের মাঠ নিয়ন্ত্রণ করে আসছিলেন ওই গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জাহাঙ্গীর ও তাঁর লোকজন। এ নিয়ে তাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের লোকজনের বিবাদ চলছিল।
গত বুধবার ওই গ্রামের আলাল হোসেন আলা মাছের ঘেরে তাঁর জমি আছে দাবি করে বাঁধ দিতে চাইলে জাহাঙ্গীর মেম্বারের লোকজন বাধা দেয়। পরদিন গতকাল বৃহস্পতিবার স্থানীয় আসারত আলী জমিতে পানি দিতে গেলে জাহাঙ্গীর মেম্বারের লোকজন তাঁকেও বাধা দেয়। এর জেরে আজ সকালে আসারত ও আলার নেতৃত্বে গ্রামের শতাধিক লোক লাঠি, রড নিয়ে জাহাঙ্গীর মেম্বারের বাড়িতে হামলা চালায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজনু, তাঁর ভাই হাবিব, জাহাঙ্গীর মেম্বার, তাঁর বাবা নুরুল ইসলাম, ফরহাদ হোসেনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে যুবদল নেতা মজনুর অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীর মেম্বার বলেন, কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা করে। এ ঘটনায় তাঁদের পাঁচজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়ার দৌলতপুরে মাছের ঘের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হাসানপুর গ্রামে একটি ঘেরে মাছের চাষ ও স্থানীয় ফসলের মাঠ নিয়ন্ত্রণ করে আসছিলেন ওই গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জাহাঙ্গীর ও তাঁর লোকজন। এ নিয়ে তাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের লোকজনের বিবাদ চলছিল।
গত বুধবার ওই গ্রামের আলাল হোসেন আলা মাছের ঘেরে তাঁর জমি আছে দাবি করে বাঁধ দিতে চাইলে জাহাঙ্গীর মেম্বারের লোকজন বাধা দেয়। পরদিন গতকাল বৃহস্পতিবার স্থানীয় আসারত আলী জমিতে পানি দিতে গেলে জাহাঙ্গীর মেম্বারের লোকজন তাঁকেও বাধা দেয়। এর জেরে আজ সকালে আসারত ও আলার নেতৃত্বে গ্রামের শতাধিক লোক লাঠি, রড নিয়ে জাহাঙ্গীর মেম্বারের বাড়িতে হামলা চালায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজনু, তাঁর ভাই হাবিব, জাহাঙ্গীর মেম্বার, তাঁর বাবা নুরুল ইসলাম, ফরহাদ হোসেনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে যুবদল নেতা মজনুর অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীর মেম্বার বলেন, কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা করে। এ ঘটনায় তাঁদের পাঁচজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪