চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছার পাতিবিলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের (পাতিবিল গ্রাম) নবনির্বাচিত ইউপি সদস্য ঠান্ডু বিশ্বাসের (৫০) হত্যার ঘটনায় চৌগাছা থানায় করা মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নিহতের ছেলে শিক্ষার্থী টিংকু পারভেজ গ্রামের ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন-নিহতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুহুল আমীন ওরফে রুলু (৬০), তাঁর ছেলে টিটো (৪০), কবির হোসেন (৩০), রওশন আলী (৪৫) ও তোতা (৩৮)।
মামলার এজাহারে নিহতের ছেলে বলেন, দীর্ঘদিন যাবৎ এলাকার রাজনৈতিক আধিপত্য, প্রভাব বিস্তার ও বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আসামিদের সঙ্গে আমার বাবাসহ অন্য ভিকটিমদের মতবিরোধ চলছিল। বিরোধের জেরে তাঁরা আমার বাবা ও ভিকটিমদের হুমকি দিয়ে আসছিল ও মারপিট করার সুযোগ খুঁজছিল। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় পাতিবিলা বাজারে টিটোর চায়ের দোকানের সামনে পাকার রাস্তার ওপর (পাতিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের গেটে) পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করেন তাঁরা। এ সময় আসামি টিটো তাঁর হাতে থাকা ধারালো দা দিয়ে আমার বাবার পেটের ডান পাশে কোপ মারলে গুরুতর জখম হন তিনি। সঙ্গে সঙ্গে আমার বাবার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে অন্য এক আসামি ছুরি দিয়ে পেটের বামপাশে আঘাত করেন ও আরেকজন বেলচা (বালি ওঠানো যন্ত্র) দিয়ে মাথায় আঘাত করেন।
আসামিরা আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করতে থাকেন। তখন বাবার পরিচিত আনিছুর রহমান বাবু, মোমিনুর, সিদ্দিক, আব্দুল হামিদ ও অসিম ঘোষসহ অন্যরা এগিয়ে আসলে রওশন হাতুড়ি দিয়ে আমার চাচা আব্দুল হামিদের মাথায় আঘাত করেন। রুহুল আমিন ধারালো দা দিয়ে মমিন বিশ্বাসের মাথায় কোপ মারেন। অন্যরা আঘাত করে মকবুল, অসীম ও সিদ্দিকদের আহত করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে তাঁরা পালিয়ে গেলে আমার বাবাসহ অন্যদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকেরা গুরুতর অবস্থায় আমার বাবা, মোমিনুর ও আব্দুল হামিদকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন। যশোর হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৯টা ১০ মিনিটে আমার বাবাকে মৃত ঘোষণা করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে মোমিনুর ও আব্দুল হামিদ যশোর ২৫০ শয্যা হাসপাতাল এবং অসিম কুমার ঘোষ ও মকবুল হোসেনকে চৌগাছা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ছাড়া সিদ্দিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে, হামলাকারী পক্ষের মো. টিটো চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে মাথায় ব্যান্ডেজ বাঁধার পর চিকিৎসা না নিয়েই হাসপাতাল থেকে পালিয়ে যান। তাঁকে গতকাল রাত ১টার পর ঝিনাইদহের কালিগঞ্জের নিত্যানন্দি গ্রামের জনৈক মনিরুলের বাড়ি থেকে গ্রেপ্তার করে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পরই তাঁকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি সেখানে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন।
মামলায় পাতিবিলা গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় দুই নেতার নাম উল্লেখ করে জানানো হয় ‘ওই দুই নেতার ছত্র ছায়ায় এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়।’
স্থানীয়রা জানান, নির্বাচনে প্রার্থী হওয়া, সরকারি মর্জাদ বাঁওড়ের মাছ ধরা, বালু ও মাটি ব্যবসা এবং দোকান ভাড়া দেওয়া নিয়ে দ্বন্দ্বসহ নানা বিষয় নিয়ে গত বছরের ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী ঠান্ডু বিশ্বাস ও পরাজিত রুহুল আমীন ওরফে রুলু পক্ষের মধ্যে তর্কাতর্কি, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নবনির্বাচিত ইউপি সদস্য ঠান্ডু বিশ্বাসের পেটের ডান দিকে মারাত্মক ক্ষত হয়ে ভুঁড়ি বের হয়ে যায়। আহত হয় উভয় পক্ষের আরও ৬ ব্যক্তি। ভাঙচুর করা হয় মেম্বার পক্ষের দুটি পালসার ও একটি সিটি-১০০ মোটরসাইকেল। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহতের স্ত্রী লিপি খাতুনসহ স্থানীয়রা বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে আমার স্বামীকে প্রতিহত করতে না পেরে গ্রামের প্রভাবশালী নেতার ছত্র ছায়ায় পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে টিটোকে পুলিশি প্রহরায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি আরও বলেন, ওই ৫ অভিযুক্তকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
যশোরের চৌগাছার পাতিবিলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের (পাতিবিল গ্রাম) নবনির্বাচিত ইউপি সদস্য ঠান্ডু বিশ্বাসের (৫০) হত্যার ঘটনায় চৌগাছা থানায় করা মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নিহতের ছেলে শিক্ষার্থী টিংকু পারভেজ গ্রামের ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন-নিহতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুহুল আমীন ওরফে রুলু (৬০), তাঁর ছেলে টিটো (৪০), কবির হোসেন (৩০), রওশন আলী (৪৫) ও তোতা (৩৮)।
মামলার এজাহারে নিহতের ছেলে বলেন, দীর্ঘদিন যাবৎ এলাকার রাজনৈতিক আধিপত্য, প্রভাব বিস্তার ও বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আসামিদের সঙ্গে আমার বাবাসহ অন্য ভিকটিমদের মতবিরোধ চলছিল। বিরোধের জেরে তাঁরা আমার বাবা ও ভিকটিমদের হুমকি দিয়ে আসছিল ও মারপিট করার সুযোগ খুঁজছিল। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় পাতিবিলা বাজারে টিটোর চায়ের দোকানের সামনে পাকার রাস্তার ওপর (পাতিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের গেটে) পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করেন তাঁরা। এ সময় আসামি টিটো তাঁর হাতে থাকা ধারালো দা দিয়ে আমার বাবার পেটের ডান পাশে কোপ মারলে গুরুতর জখম হন তিনি। সঙ্গে সঙ্গে আমার বাবার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে অন্য এক আসামি ছুরি দিয়ে পেটের বামপাশে আঘাত করেন ও আরেকজন বেলচা (বালি ওঠানো যন্ত্র) দিয়ে মাথায় আঘাত করেন।
আসামিরা আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করতে থাকেন। তখন বাবার পরিচিত আনিছুর রহমান বাবু, মোমিনুর, সিদ্দিক, আব্দুল হামিদ ও অসিম ঘোষসহ অন্যরা এগিয়ে আসলে রওশন হাতুড়ি দিয়ে আমার চাচা আব্দুল হামিদের মাথায় আঘাত করেন। রুহুল আমিন ধারালো দা দিয়ে মমিন বিশ্বাসের মাথায় কোপ মারেন। অন্যরা আঘাত করে মকবুল, অসীম ও সিদ্দিকদের আহত করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে তাঁরা পালিয়ে গেলে আমার বাবাসহ অন্যদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকেরা গুরুতর অবস্থায় আমার বাবা, মোমিনুর ও আব্দুল হামিদকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন। যশোর হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৯টা ১০ মিনিটে আমার বাবাকে মৃত ঘোষণা করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে মোমিনুর ও আব্দুল হামিদ যশোর ২৫০ শয্যা হাসপাতাল এবং অসিম কুমার ঘোষ ও মকবুল হোসেনকে চৌগাছা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ছাড়া সিদ্দিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে, হামলাকারী পক্ষের মো. টিটো চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে মাথায় ব্যান্ডেজ বাঁধার পর চিকিৎসা না নিয়েই হাসপাতাল থেকে পালিয়ে যান। তাঁকে গতকাল রাত ১টার পর ঝিনাইদহের কালিগঞ্জের নিত্যানন্দি গ্রামের জনৈক মনিরুলের বাড়ি থেকে গ্রেপ্তার করে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পরই তাঁকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি সেখানে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন।
মামলায় পাতিবিলা গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় দুই নেতার নাম উল্লেখ করে জানানো হয় ‘ওই দুই নেতার ছত্র ছায়ায় এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়।’
স্থানীয়রা জানান, নির্বাচনে প্রার্থী হওয়া, সরকারি মর্জাদ বাঁওড়ের মাছ ধরা, বালু ও মাটি ব্যবসা এবং দোকান ভাড়া দেওয়া নিয়ে দ্বন্দ্বসহ নানা বিষয় নিয়ে গত বছরের ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী ঠান্ডু বিশ্বাস ও পরাজিত রুহুল আমীন ওরফে রুলু পক্ষের মধ্যে তর্কাতর্কি, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নবনির্বাচিত ইউপি সদস্য ঠান্ডু বিশ্বাসের পেটের ডান দিকে মারাত্মক ক্ষত হয়ে ভুঁড়ি বের হয়ে যায়। আহত হয় উভয় পক্ষের আরও ৬ ব্যক্তি। ভাঙচুর করা হয় মেম্বার পক্ষের দুটি পালসার ও একটি সিটি-১০০ মোটরসাইকেল। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহতের স্ত্রী লিপি খাতুনসহ স্থানীয়রা বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে আমার স্বামীকে প্রতিহত করতে না পেরে গ্রামের প্রভাবশালী নেতার ছত্র ছায়ায় পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে টিটোকে পুলিশি প্রহরায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি আরও বলেন, ওই ৫ অভিযুক্তকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে